"ময়মনসিংহে জনমুক্তির ধারাবাহিক আলোচনার ১ম পর্ব: বাংলাদেশের সাংস্কৃতিক বোঝাপড়া"
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর-উপনিবেশিক তাত্ত্বিক, কবি ও চিন্তক ফয়েজ আলম; কবি ও প্রাবন্ধিক কাজী নাসির মামুন; কবি ও সমালোচক ইমরুল হাসান; কবি ও গদ্যকার মৃদুল মাহবুব এবং কবি ও অনুবাদক সাইদ ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জনমুক্তি ময়মনসিংহ জোনের আহ্বায়ক জুবায়ের পারভেজ।
আলোচনায় বক্তারা সব ধরনের সাংস্কৃতিক ধারাকে ধারণ করে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংস্কৃতির দিকে যাত্রার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
তাত্ত্বিক ফয়েজ আলম সমসাময়িক ভাষাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে ভাষাকে আরও স্বাধীন ও সমৃদ্ধ করার ওপর জোর দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এর মাধ্যমেই বাঙালি জাতীয়তাবাদের সংকীর্ণতা থেকে বেরিয়ে একটি বৈচিত্র্যপূর্ণ বাংলাদেশি সংস্কৃতি গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানের এক পর্যায়ে কবি রওশন আরা মুক্তার ‘জুলাই আন্দোলন’ উপর লেখা কবিতা “গোল্ডফিশের কান্না” পাঠ করেন তামান্না চিত্র। এছাড়া সর্বশেষে ছিল প্রশ্নোত্তর পর্ব, যা দর্শকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে ময়মনসিংহের কবি, সাহিত্যিক এবং সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন। নেত্রকোনা সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক বিধান মিত্রও অনুষ্ঠানে অংশ নেন। দেশের নানা প্রান্ত থেকে জনমুক্তির সদস্যরা এবং আশেপাশের জেলার অংশগ্রহণকারীরাও অনুষ্ঠানে যোগ দেন।