Header Ads Widget

Responsive Advertisement

মলয় রায়চৌধুরীর উপন্যাসগ্রন্থ “রাহুকেতু” আসছে শীঘ্রই

ঔপন্যাসিক, কবি,সাহিত্যিক, সাহিত্য সমালোচক, প্রাবন্ধিক এবং হাংরি আন্দোলনের অন্যতম নায়ক ‘মলয় রায়চৌধুরীর’ উপন্যাসগ্রন্থ-"রাহুকেতু" - খুব শীঘ্রই আসছে হরকরা প্রকাশন থেকে। বইটি সম্পর্কে প্রকাশকের ভিন্ন মতস্থাপন নিম্নবর্ণিত:




....ওদিকে কয়েকটি সর্বনাশ জীবন হেঁটে যাচ্ছে বক্রক্রান্তি ছোঁয়ায়, প্লিজ কেউ ধর্মে শক খাবেন না! মোড় নিন। হেঁটে যান মদের নয় জ্ঞানের Karmic বারে। সেখানে উত্রে উঠে কবি বহুল ফেনা। দ্বন্দ্ব হয়, দম্ভ হয়; দম্ভের দম্ভে লেগে যায় গ্যালাক্সীর মাইলফলক। ছায়াগ্রহে নেমে আসে কলকাতার বিদ্বেষি সমাজ। মনে হয়- ন্যানো মনের কথ্যালয়ে বিক্রি হয়ে যায় বিনিময়ের কয়েন ।

(Hungry Generation Will Always keep Craving that Justice, Don't know why)

মানুষ হিংস্র হলে ধর্ম যে কৌশলের দাবা সে বুঝতে পারে কিছু জ্ঞানবাদি মানুষ। সে জ্ঞানবিবাদী মানুষটার বয়স কতো? থাক পড়ে বয়সের কথা। বয়সে কি আসে যায়...। চার দুয়ারী বাড়িতে মূলত (চিন্তাসভ্যতায়) প্রত্যেকটা মানুষ ডেমোক্রেসির ক্রাইসিস নিয়ে বেড়ে উঠে ফটাফট।

(We fuck democracy moment by moment with destructive pride)

নিজেকে খুঁজতে গিয়ে হারিয়ে ফেলে নিজস্বতার ভায়োলিন। বোধ-দোষে সাঁতার কাটে বহু অমীমাংসিত ভাষা-মাছ। সে সব মাছে থাকে অক্টোপাসের মগজ! ভাবা যায়...? সভ্যতার বুকপকেটে পুরে দিয়েছি আমরাই অসভ্যতার মোমফোঁটা ( ভাইফোঁটা নামক কবিফোঁটা নিছকই আত্ম দর্পনের অশুচি ছায়া); আর অক্টোপাসের মগজ নিয়ে দিব্যি ঠকিয়ে যাই আনন্দবাজার পত্রিকার সম্পাদক কলামের ক্রমিং নং!

(The Souls unitedly whispering-- Don't ever spill that Magazine's Spelling. Your spit is also spiritual)

কেউ বুঝে না রাহুর কির্তন। হাঙরি হাঙরি মনোতাবলীর ইনডোরে কেবল কেতুর ফরমায়েশ। মানুষ বুঝি মন বুঝি না, মন বুঝি তো মানুষ খুঁজি না। কি একটা বিকট সাইরেনে হাতের রেখা পাল্টে যায়- প্রেম থেকে নমস্কার লয় ত্যাগের প্রজ্ঞা। শুধু বিরাট ফাঁড়ার মন নিয়ে ভাবনা খেঁচি-' ত্যাগ ছাড়া কি ভ্রম হয় আদৌ কোন সুবর্ণলতার! আমরা কি তাহলে কেবলই হেঁটে যাই অসুর ধূলোর রোদ্রগ্রাফি পথিকালয়ে? মা আমাদের ছায়া জুতো কোথায়? মগজ থেকে বুক বুক থেকে পা পা থেকে খসে যাচ্ছে রক্ত স্ক্রিপ্টের পবিত্র দানা... খুব বেশী দেনা ভারী হলে পথিক হাঁটতে পারবে কি রক্তশূন্য গিরগিটি হয়ে? টিকটিক (ঠিকঠিক) করে উঠবে কি অশ্বত্থ পাতারোডের 'ম্যান ফর সিটি' এভিনিউ...

(Keep sleepwalking in your own mind's wheelchair. Cheers...


প্রকাশক
সাগর ইসলাম

Post a Comment

0 Comments