সাজ্জাদ হোসেনের কবিতা
চোখ লাল
লাল চোখে তুমি পুড়ে ছাই
তোমারে পোড়াই,
তোমার আগুনে নিজেরে জ্বালাই—
শেষ কবে পুড়েছিলে,
চোখ লাল শরৎকালে
প্রেম এসে যাচ্ছে...
আবারও পোড়াইতে চাই আমার চোখে
তোমারে পোড়াই—জ্বালাই শরৎকালে,
তোমারে লাগাইতে আবার শরৎকাল চাই।
চোখ লাল শরৎকাল।
Tags
কবিতাগ্রন্থ