চন্দ্রপ্রভা- আদনান সাইমুম- কবিতার বই পাওয়া যাচ্ছে রকমারিসহ সারা দেশেই

 

চন্দ্রপ্রভা




আদনান সাইয়ুম


"পৃথিবীর দর্পণে একদিন তুমি
খুব করে খুঁজবে আমার মুখ,
সেদিন তোমার গাল বেয়ে নামবে
বৃষ্টি, বুকের অনলে পুড়বে চোখ।"

পড়ছিলাম কবি আদনান সাইমুম এর প্রথম কাব্যগ্রন্থ "চন্দ্রপ্রভা"। বইটি দুটি খণ্ডে বিভক্ত; প্রথমাংশে রয়েছে চমৎকার কিছু অণুকাব্য যা পাঠকের হৃদয়ে প্রশান্তির আবেশ ছড়ায়। আর শেষাংশে রয়েছে উপলব্ধি বোধসম্পন্ন কিছু গদ্য কবিতা যা পাঠককে বিমোহিত করতে বাধ্য।
একটা কাব্যগ্রন্থ পড়ার পূর্বে তার নামটাও যদি শ্রুতিমধুর হয় তবে বইটি পড়ার আগ্রহ কিঞ্চিৎ হলেও বাড়ে। যেমনটা আমার হয়েছে "চন্দ্রপ্রভা" বইটির নাম জানার পর থেকে। কবি আদনান সাইমুম যখন তার প্রথম কাব্যগ্রন্থের নাম প্রকাশ করেন তখন থেকেই মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছিল কিছু প্রশ, কেন বইটির নাম চন্দ্রপ্রভা রাখা হলো? চন্দ্রপ্রভা কি কোনো চরিত্র যার উদ্দেশ্যে কবি তার কবিতা রচনা করেছেন? সর্বোপরি কবিতার সাথে কী সম্পর্ক এই চন্দ্রপ্রভার? জানার আগ্রহ নিয়ে কবিতাগুলো পড়ে মুগ্ধ চিত্তে বলতে পারি কাব্যগ্রন্থটির নাম চয়নে কবির দূরদর্শিতা অনবদ্য। তার সাথে প্রচ্ছদটিও অন্যরকম আকর্ষণীয়।
"অতোটুকুই কাছে পাবার ছুতো
ঠিক যতোটুকু শক্ত আমাদের বাঁধনের সুতো।"
কী চমৎকার কথা! তাই না? মানুষ ঠিক ততটুকুই কাছে পাবার বা থাকার ছল করে যতটা শক্ত থাকে পারস্পরিক বন্ধনের দৃঢ়তা। আর যখন সম্পর্কের সুতোয় যখন টান পড়ে তখন আর কোনো ছুতো থাকে না, মর্জি হয় না কাউকে কাছে পেতে।
"যদি রেখে দাও এ মন
তবে থেকে যাবে সারাজীবন,
অন্যকিছু না তুমিটাই দরকারি ভীষণ।"
মাত্র কয়েকটি শব্দ। কিন্তু এই শব্দগুলো যদি কেউ আপনার সামনে বলে বিশেষ করে শেষ চরণটা তবে কি আপনার হৃদয়ে এক ভিন্ন সুরের ঝংকার উঠবে না? আপনার অলক্ষ্যে হৃদয় বারবার গেয়ে উঠবে না "অন্যকিছু না তুমিটাই দরকারি ভীষণ"। কবি আদনান সাইমুম এর "চন্দ্রপ্রভা" বইটি পড়ার সময় যখন এই অণুকাব্যটি পড়েছি তখন এই অংশটা বারবার কানে বাজছিল, মন বলছিল কে যেন আমার কানের কাছে বারবার আওড়াচ্ছে কথাগুলো।
"খুঁজে দেখো পাবে তোমার খুব পাশেই,
যেমন থাকে সাদা মেঘ, আকাশের খুব কাছেই।"
হয়তো কেউ পুরোপুরি অস্তিত্বে আমাদের পাশে থাকে বা থাকে না। কিন্তু মন থেকে খুঁজলে কাছেই পাওয়া যায়। আকাশের মেঘ যেমন কাছে থাকে তেমনই।
এমন অনেকগুলো চমৎকার অর্থপূর্ণ অণু কাব্য আর গদ্য কবিতার সমন্বয়ে বইটি পাঠকের জন্য বেশ সুখপাঠ্যই হবে। কবিতাগুলো একবার পড়ে হয়তো আপনার মন বলবে আরেকবার পড়ি। একাধিকবার পাঠে পাঠক হৃদয়ে ভিন্ন অনুভূতি ও উপলব্ধির উদয় হবে।
মনোমুগ্ধকর শব্দের ছন্দময় আলোড়নে আন্দোলিত হতে চায় না কার হৃদয়? "চন্দ্রপ্রভা" কাব্যগ্রন্থটি পড়তে গিয়ে আমার পাঠক হৃদয়ও আন্দোলিত হয়েছে বারবার। কখনও বিষাদের ঘনঘটায় আচ্ছাদিত হলেও আবার কখনও হর্ষে মেতেছি। কবির শব্দচয়ন ছিল প্রশংসনীয়। ৬৪ পৃষ্ঠার বইটি চাইলেই এক বসায় পড়ে ওঠা যায়। কিন্তু এই ভুলটা আমি করতে চাইনি। একটু পড়েছি, একটু থেমেছি, একটু ভেবেছি। ভাবছেন তো কবিতা পড়তে গিয়ে আবার কী ভাবছি? আসলে বইয়ের অণুকাব্য বা কবিতাগুলোর অধিকাংশই ছিল ব্যক্তি হৃদয়কে নাড়া দেওয়ার মতো। পড়তে গিয়ে কোনো কোনো জায়গায় মনে হয়েছে, কী ব্যাপার কবি আমার মনের কথা জানলেন কী করে? তিনি কি আমার মনের সুপ্ত কথাগুলো উন্মুক্ত করেছেন তার কাব্যে? কিংবা কখনও মনে হয়েছে এটা তো আমার পরিচিত কারো জীবনের কথা যা কবির কলমে ছন্দ হয়ে ধরা দিয়েছে। আপনি যদি কবিতা প্রেমী না-ও হোন তবুও এই বইটি পড়তে ভালোই লাগবে। একই বইয়ের মাধ্যমে ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে কিছুটা সময় কাটাতে বইটি পড়তেই পারেন। আশা করি খারাপ লাগবে না।
প্রথম বই হলেও কবির শব্দচয়ন, লেখনশৈলী ছিল চমৎকার।
টুকটাক বানান ও বিরাম চিহ্নের ভুল ব্যতীত তেমন কোনো ত্রুটি ছিল না। আর টুকটাক এড়িয়ে গেলে বইটি ভালো লাগার মতোই একটি কাব্যগ্রন্থ। বইয়ের প্রোডাকশনও চমৎকার।
"অতঃপর আমার সাথে তার
শেষ কথা ভালো থেকো
রোজ নিয়ম করে আকাশ
থেকে আসা চন্দ্রপ্রভা দেখো
তোমার চন্দ্রপ্রভা মিশে যাবে দিগন্তে।"

বই: চন্দ্রপ্রভা
লেখক: আদনান সাইমুম
প্রকাশনী: হরকরা প্রকাশন
মুদ্রিত মূল্য: ১৮০৳

কবি: আদনান সাইমুম




Post a Comment

Previous Post Next Post