Header Ads Widget

Responsive Advertisement

স্বল্প দৈর্ঘ্য গল্প: নিমগ্ন দুপুর

 স্বল্প দৈর্ঘ্য গল্প: নিমগ্ন দুপুর

(পাণ্ডুলিপির কবিতা)






 ১.

নিঃসঙ্গতা ব্যতীত আমার কোনো প্রেমিক নেই!

 

.

মায়ের জরায়ুর পর তোমার হৃদয়কেই

নিরাপদ ভেবেছিলাম-

অথচ ঘুণাক্ষরেও টের পাইনি ওখানেই

খোদাই করা আছে আমার কবর!

 

.

সানাই কাঁদে কারণ একসাথে

দুটো মানুষের মৃত্যু হয় বলে!

 

.

আত্মহত্যার পর দ্বিতীয় জীবন কেমন হয়

তা দেখতেই মানুষ মূলত বিয়ে করে!

 

.

আফসোস তুমি আমাকে

ভাবতেই শেখোনি-

পাবে কি করে?


 .

হায় ঈশ্বর-

তোমার লীলা বোঝা ভার

আত্মহত্যাকে হারাম করে

বিয়ে করেছো হালাল!

 

.

আমি চাইলেই তুমি আমার

না চাইলে অন্যকারো!


.

সব প্রেমই তুমি শুধু শরীর পাল্টে আসো!

 

.

ধর্ম হলো বাঘ আর মন হরিণ

ভয় তাড়া করে বেড়ায় আনুগত্য,

আচ্ছা এমন গিলে নেয়ার শাসনে

জোর করে কি ভালোবাসা হয়?

 

 

Post a Comment

0 Comments