শফিকুল ইসলাম সোহাগের কবিতা
আর্তনাদ পৌছে গেছে শিখরে
অস্থির মানুষ
চৌদিকে আর্তনাদের বিষাদসঙ্গীত
আস্থাহীন প্রতাপ তুলে বিকট আওয়াজ
মানুষ এখন নিস্তেজ নিঃশ্বাসহীন বেলুন ।
বড্ড বেশি বেড়ে গেছে দেয়ালের মরিচা
দেখছি কাপুরুষের উদ্ভ্রান্ত ছুটাছুটির আগুন খেলা
ভীষণ আকাল চেয়ে গেছে মধ্যরাতের সিঁড়ি
মাথাচাড়া দিয়ে উঠা ক্ষীণতর আবেগ
সুখগুলো দলিত মথিত করে-
দুঃখের ক্ষীণতর উচ্ছ্বাসের হাওয়া ।
বীভত্স চৌকাট আঁকড়ে ধরে আমার কলিজা
মাথার উপর প্রত্যহ ভেসে যায় অশুভণ মেঘেরা
ক্রমশ বাড়তে থাকে বেরসিক নষ্টগুলো
এই আমি ছলছল চোখে চেয়ে থাকি শুধু---
ভিন্ন পথ খুঁজি দুরন্ত মন
রক্ত নেচে উঠে-ঘুমন্ত পর্দা খুলে
নষ্টরা দিনকে দিন সুপুষ্ট হচ্ছে
খামখেয়ালি মানুষের আনাগুনায় বার্ধক্য নেমেছে
বহুগামী নগর সভ্যতায় ।
সারিবদ্ধ বীভৎস দালানের ফাঁকে
ক্ষরায় দেখা দিয়েছে বিবেকের আকাল
লণ্ডভণ্ড সময়ের শাসনের নির্লজ্জ চোখ ।
নুসরাত হারায় বাড়ন্ত যৌবন আগুনের শিখায়
সোহাগী জাহান তনু -মিতু আর ফেরেনি ঘরে
সম্রাজ্যবাদের কাঁটাতরে ঝুলে ফেলানির লাশ
দোলনায় খেলা করা শিশু ত্বকি সভ্যতার আড়ালে ঘুমিয়ে গেল
সাগর-রুনির সমাচার যেনো আইনের উল্টো প্যাঁচ
সভ্যতার কালো মুখের থাবায় নিমজ্জিত অন্ধকার
এভাবেই দীর্ঘ লাইন মাটিতেই পিষ্ট হচ্ছে --
ইদানীং নৈতিক স্থলনে-কুয়াশা বেড়ে গেছে পাপের
বেড়ে গেছে দুর্বোধ্য ক্ষুধা আর অমানুষের কোলাহল
অবক্ষয়ের আলিঙ্গন গতি বিদ্ধ করছে সময়ের সংবিধান
বনেদি বনের পরিচয় দেই তবু আমরা ?
সভ্যতার ভাঙাসেতুর রুদ্ধবাঁকে খুঁজ করি সুখের জলছবি ।
কোন অজুহাত নেই আমার
মানুষ সমাজ তথা রাষ্টের প্রতি আঙ্গুল নাইবা তুলবো
তবে কেনো এত অন্ধকার -সভ্যতার আকাশে ?
সম্ভ্রম হানিতে চলছে ব্যবচ্ছেদের উল্টো পিঠ
সৌখিন হারাচ্ছে উলঙ্গ দুর্বৃত্তের বিভীষণে
জড়তায় ভেসে যাচ্ছে সময়ের মিনার ।
আমরা মানুষ-গাই ভোগের কোরাস
সময়ের গর্দভ ভাসি তাচ্ছিল্যের জোয়ারে
দ্বিধাগ্রস্ত আগুন আগ্রাসনে-
বিচ্ছিরি ক্ষীণতর ভূলগুলো বলয়ের পাহাড় গড়ছে
খামখেয়ালি অবাধ্য সর্বনাশ-
সুঠাম হচ্ছে অশুদ্ধের শূন্য হাওয়ায়
চোখে দেখি অলাভের জিকির রাজনৈতিক দরগাতলায়
সুতরাং হে রাজনীতি সভ্য হও
রাষ্ট্র হয়ে উঠো ফলবান ।
Tags
কবিতাগ্রন্থ