কামরুল হাসান কামুর কবিতা

কামরুল হাসান কামুর কবিতা




আড়ালে থেকে


 আমাদের গোপন ব্যথা গুলো-

 চিরকাল সংসারে তালাচাবি খেলার মতো।

 আমাদের গোপন মুখ গুলো-

 চিরকাল জোছনা জোছনা খেলার মতো।

 অন্তরে অন্তরে খেলে যায়,

 ক্ষতচেরা খেলা,সুই-সুতো খেলা

 সে খেলায় বহুকাল কেউ কারো মুখ দেখেনি,অরুণিমা।

 মায়াকাল ছায়াকাল ছেড়ে কতোমুখ চলে গেলো,

 পুনঃপুন রূপে ফিরে এলো সেই মুখ।

 সন্ধামালতি,শেফালিরা জানে,রূপরাশি সুখসুতো বুননে,

 রাতে রাতে বড় হতে থাকে,

 আমাদের গোপন ব্যথাতুর এই মুখ।


 


সন্ধ্যার পানশালা


অতীত গল্পমালা আঙুরের ওয়াইনের মতো কণ্ঠে ভিজে দিলে,  

 আজকাল এইসব সন্ধ্যার পানশালা ভীষণ জমে উঠে।

 রেশমবুনন গল্পের এ ছক থেক ও ছক ঘুরে বেড়াই,

 সোডিয়ামের আলো ভালো লাগা সন্ধ্যায় অতীত কথার ঝাঁপি খুলে যায়।

 হলুদখামের শেষ চিঠির কথাগুলো উঠে আসে,

 কথাগুলো হলুদপাখির মতো উড়তে উড়তে দৃশ্য ফুটায়।

 কে কবে চলে গেলো কোন পথ ধরে,

 অবিকল নরমঘাসে পাখির ছায়ার মতো সেও ফিরে আসে।

 অরুণিমা,সে তো সন্ধ্যারাতের হলুদচাঁদের জলেভেজা কবিতার মতো ফিরে,

 এভাবেই ফিরতে ফিরতে আজকাল সন্ধ্যার পানশালা ভীষণ জমে ওঠে।


Post a Comment

Previous Post Next Post