নিয়াজ আজিজ দ্বীপের কবিতা

নিয়াজ আজিজ দ্বীপের কবিতা



স্কুল ও বৃষ্টিবিলাস

একদিন সারাদিন ঝুমঝুম বৃষ্টি হোক স্কুল ছুটির পরে বাড়ি ফিরবে এক অদ্ভূত বালক ভিজে যাক তার সাদাশার্ট-খাকিপ্যান্ট
ফুটবল খেলার মাঠ রাস্তা ও তোমার কোচিং পাড়া সব ডুবে যাক। তুমি পা'ভেজানোর ছলে সাদামেঘ আকাশি-রং মেখে এসে দাঁড়াও তোমার কোচিং পাড়ায়। তোমার সহপাঠীরা সব ভিজে যাওয়া জুতো স্কুল ব্যাগ হাতে নিয়ে আবারো বাড়ি ফিরছে। আমি রোজ দাঁড়িয়ে একা এই রোদ-বৃষ্টি মেখে প্রতিদিন তোমার আসা যাওয়াটুকু দেখে আবারো ফিরে যা-ই একটা বৃষ্টির দিনে শেষ ঘন্টার স্কুল ছুটিতে তোমার অপেক্ষায়।

একদিন বৃষ্টি হোক বন জুড়ে 
আর মন জুড়ে সারাদিন...

Post a Comment

Previous Post Next Post