প্রসঙ্গ ‘বিজিতের বাইবেল’ এবং আদিত্য আনামের কবিতা: তৃতীয় কিস্তি

  প্রসঙ্গ ‘বিজিতের বাইবেল’ এবং আদিত্য আনামের কবিতা: তৃতীয় কিস্তি






০১

পড়লাম আপনার 'বিজিতের বাইবেল'। ভোর-সকালে পড়তে ভালোই লাগল। আগেও পড়েছি আপনার কবিতা তবে এই বইটার টেক্সট বিশেষভাবে ভালো লাগলো। পাণ্ডুলিপি নির্মাণটা সামগ্রিকভাবে সুন্দর হয়েছে। হ্রস্ব ও দীর্ঘ বিস্তার- উভয় স্তরের কবিতাতেই নীরবতা আর কথা সমানতালে বাঙ্ময় হয়েছে। তবে মনে হয় 'ক্ষুধা' প্রসঙ্গের কবিতা এত না রাখলেও চলতো। ভালো থাকবেন, বইয়ের জন্য শুভকামনা।


- পিয়াস মজিদ ( কবি )



০২

'বিজিতের বাইবেল' নামটি অন্যরকম এক ফ্লেভার দেয়। নাম দেখেই বইটা পড়ার প্রতি ভীষণ
আগ্রহ জাগে আমার!
প্রকাশিত হয়েছে ভেবে রকমারিতেও খুঁজেছিলাম। আগ্রহ সামাল দিতে না পেরে কবিকে জানাতেই জানালেন বইমেলায় আসবে।
যাহোক, ভীষণ কৃতার্থ হলাম পান্ডুলিপি পড়তে পেরে। আপনার বাস্তব সম্মত গভীর ভাবার্থ সমেত লেখাগুলো ভীষণ পছন্দ বরাবরই, এই পান্ডুলিপিটিও...
'মি লর্ড' নিয়ে লেখা 'শ্লোক' পর্বটি পাঠে বিস্ময় এঁকেছে যেন, ইনক্লুসিভও বটে!
ইংরেজি সাহিত্যের গন্ধ পেলাম মনে হলো।
শব্দের সরলতায় গভীর ভাবনার দারুণ প্রকাশ সব ক'টি কবিতা!
আকারে ছোট কবিতাগুলো ধারণ করে আছে রাজ্যের ভার, সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিক টানাপোড়ন জীবনের উপ্যাখ্যান। তীক্ষ্ম ভাবার্থ আর সহজ শব্দ চয়নে যেকোনো পাঠকের কাছে দারুণ পঠনীয় হবে বইটি।
অশেষ শুভকামনা কবি, মলাট হাতে বইটি পড়ার অপেক্ষা।

-শামীমা আফরোজ ( কবি )




ই: বিজিতের বাইবেল
ধরণ: কবিতা
কবি: আদিত্য আনাম
প্রচ্ছদ: আল নোমান
প্রকাশনা: হরকরা প্রকাশন
কাভার মূল্য: ২২০ টাকা


Post a Comment

Previous Post Next Post