*** পাণ্ডুলিপি আহ্বান ***
#হরকরা প্রকাশন অমর একুশে বইমেলা ২০২৬ এর জন্য সিদ্ধান্ত নিয়েছে যে ( বয়স ২০ থেকে ৪০) নারী, পুরুষ উভয়ের দুইটি মৌলিক গল্পগ্রন্থ/ উপন্যাস প্রকাশ করবেন পাণ্ডুলিপির মানের উপর নির্ভর করে। যাদের পাণ্ডুলিপি সিলেক্টেড হবে তাদের চুক্তিকৃত স্বীকৃতিনামায় লেখক সন্মানিও অগ্রিম পেমেন্ট করা হবে। পাণ্ডুলিপির ফলাফল জানানো হবে ২০ নভেম্বর ২০২৬ ইং। পাণ্ডুলিপি জমা দিতে পারবেন ০১ মে থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং পর্যন্ত। পূর্বের প্রকাশিত বই থেকে কোনো লেখা জমা দিতে পারবেন না কেউ। গল্প যেকোনো বিষয়বস্তুর উপর হতে পারে। শব্দের বা ফর্মার কোনো নিয়ম বাধা নেই, তবে গল্প অবশ্যই উপন্যাস হয়ে যায়, এমন হওয়া যাবে না আবার উপন্যাস গল্প হয়ে যায় তেমনও হওয়া যাবে না। পাণ্ডুলিপি জমার সাথে অবশ্যই লেখকের নাম, ই-মেইল ফেইসবুক আইডি, ফোন নাম্বার, স্থায়ী ঠিকানা এবং পেশা উল্লেখ করতে হবে। পাণ্ডুলিপি পাঠাতে নিম্নোক্ত নিয়মাবলি অনুসরণ করুন।
এছাড়া প্রতিযোগিতার বাইরে যারা বই প্রকাশ করতে চান তাদের জন্যও বিস্তারিত থাকছে নিচে-
#শুধু বইমেলা নয়, নতুন বই আসুক বছরের যেকোনো সময়। আপনার সৃজনশীল পাণ্ডুলিপি যত্নসহকারে বই আকারে প্রকাশ করতে হরকরা প্রকাশন সদা প্রস্তুত।
কবিতা, গল্প/ফিকশন, উপন্যাস, মুক্তিযুদ্ধ, ইতিহাস, রাজনীতি, আত্মজীবনী, গবেষণা, সমালোচনা, ভ্রমণকাহিনি, অর্থনীতি, সাক্ষাৎকার, প্রবন্ধ, নিবন্ধ, অনুবাদ, ধর্ম, বিজ্ঞান, খেলাধুলা, আত্মন্নোয়ন, শিশুতোষ কিংবা সৃজনশীল ধারার যেকোনো পাণ্ডুলিপি আপনি পাঠাতে পারেন আমাদের ঠিকানায়।
পাণ্ডুলিপি জমা দেওয়ার নিয়মাবলি:
* আপনার পাণ্ডুলিপিটি কম্পিউটারে কম্পোজ করে (সুতনী/ইউনিকোড/বিজয় যেকোনো ফ্রন্টে) ফাইল আকারে পাঠিয়ে দিন হরকরার ই-মেইল অ্যাড্রেসে।
* পাণ্ডুলিপির সাথে আপনার সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত এবং যোগাযোগের জন্য মোবাইল নাম্বার সংযুক্ত করে পাঠাবেন। সম্ভব হলে (পাসপোর্ট সাইজের ১ কপি ছবি পাঠাবেন)।
* ই-মেইল করুন horkoraprokashon@gmail.com
* এছাড়া হার্ডকপি (খাতা/ডাইরি)-যারা লিখেন সেসব পাণ্ডুলিপিগুলো অফিস ঠিকানায় কুরিয়ার বা পার্সেল করে পাঠাতে পারেন। অফিস ০১ ভিক্টোরিয়া রোড ( টাঙ্গাইল পোস্ট অফিস সংলগ্ন), টাঙ্গাইল সদর, টাঙ্গাইল ১৯০০।
* পাণ্ডুলিপি ই-মেইল এবং পার্সেল যোগে সংগ্রহ ছাড়া অন্য কোনো মাধ্যমে (হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার) ইত্যাদি সোসাল মাধ্যমে পাঠালে তা গ্রহণযোগ্য হবে না।
* পাণ্ডুলিপি সংগ্রহের পর প্রত্যেকের মেইলে অথবা ফোনকলে সংগৃহিত পাণ্ডুলিপির বিষয়ে লেখকদের জানিয়ে দেয়া হবে।
* পাণ্ডুলিপি নির্বাচনের পর অবশ্যই লেখক/কবির হরকরার নীতিমালা অনুযায়ী চুক্তিপত্র সম্পন্ন করতে হবে। মৌখিক কোন চুক্তিতে হরকরা কখনো কাজ করবে না।
* হরকরা টিম সবসময়ই লেখক/কবিদের সাথে সৌজন্যমূলক এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ অব্যাহত রাখবেন।
* এছাড়া বই সংক্রান্ত বিষয়ে হরকরার প্যানেল সদস্য যে কারো সাথে যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই একজনের সাথে একভাবে আলোচনা করে অন্য কারো সাথে সে আলোচনার বিপরীত কিছু না হয় যেন- সে বিষয়ে গুরুত্ব দেবার অনুরোধ থাকবে।
* বই সংক্রান্ত বিষয়ে আপডেট জানতে হরকরা প্রকাশনের ( আইডি, পেইজ, সাইট, গ্রুপ) ইত্যাদির সাথে যুক্ত থাকুন।
ধন্যবাদান্তে
হরকরা প্রকাশন
ফেইসবুক পেইজ- https://www.facebook.com/horkoraprokashon
যোগাযোগ- ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল-১৯০০ (প্রধান অফিস)
ফোন- 01301012096
ই-মেইল: horkoraprokashon@gmail.com