'লিমা সুলতানা' (মায়াবতীর) দ্বিতীয় কাব্যগ্রন্থ
"মোহ নাকি মায়া"
"বেঁচে থাকার মোহে বেঁচে থাকি,বাঁচতে বাঁচতে মোহ হয়ে যায় মায়া! মায়াপাড়ায় তোমার এতো আসা যাওয়া কেন? তুমি কী নদীর মতোই? বুকে বয়ে চলে তোমার ওমের ঢেউ, অনুভূতির স্রোত; সে স্রোতদীর্ঘ ঢেউয়ের ধাক্কায় ভাঙে পাড় গড়ে চর; যেন একদিকে হেলে গেছো তুমি অন্যদিকে আমি? ফলত নদীর মতো, মাঝখানের টানটাই প্রেম!
ভোরের বৌয়ামে ঘুমাচার নেই
চক্করে কিংবা টক্করে ফেঁসে গেছে এক জরজেট মনের সুখ
তবু বেঁচে থাকি,
বেঁচে থাকার মোহে বেঁচে থাকতে থাকতে আমি প্রেমিকা হয়ে উঠি!"
আসছে ২০২৩ বই মেলায়
'লিমা সুলতানা' (মায়াবতীর) দ্বিতীয় কাব্যগ্রন্থ
"মোহ নাকি মায়া"
প্রচ্ছদ: জয়ন্ত
কবি: লিমা সুলতানা (মায়াবতী)