হরকরা প্রকাশন যেসব কাজে চরমপন্থী প্রতিশ্রুতিশীল

 হরকরা প্রকাশন যেসব কাজে চরমপন্থী প্রতিশ্রুতিশীল



১- লেখক, কবি ও বইয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা।

২- জনপ্রিয়তা নয় পাণ্ডুলিপির মানপ্রিয়তাই মূলত হরকরার সাহিত্যগত চোখ।


৩- প্রত্যেক কবি/ লেখক/ সাহিত্যিকদের সাথে মেইল অথবা ফোন কলে যোগাযোগ স্থাপন করা। ফেইসবুক ইনবক্সে কেবল নাম্বার/ মেইল অথবা বই বিশদ খচরা আলাপ হতে পারে, কোনো প্রকার গুরুত্বপূর্ণ কথা ইনবক্সে কখনো হবে না। আমরা কবি/লেখক/সাহিত্যিকদের আত্মমর্যাদাকে গুরুত্ব দিয়েই এ কাজটি করছি।


৪- পাণ্ডলিপির আহ্বানের পর অবশ্যই পাণ্ডলিপিতে বইয়ের ধরণ, কবি/লেখকদের ফোন নাম্বার, মেইল নাম্বার যথাযথ নিশ্চিত করেছে কিনা তা সমানভাবে গুরুত্ব দেয়া হবে।

৫- একটা সুন্দর বই প্রকাশ পেতে প্রচ্ছদ ও প্রচ্ছদকার যেমন জরুরী তেমনি জরুরী একজন প্রুফ রিডার। একটা নির্ভুল বই বাজারে আসতে প্রুফ রিডারের ভূমিকা অপরিসীম। অথচ কোথাও তাদের নিয়ে কথা বলা হয় না। এ বিষয় হরকরা অবশ্যই গুরুত্বের সাথে নিশ্চিত করবেন।


৬- অবশ্যই কবি/লেলখকদের সাথে শুধু মৌখিক নয় লৈখিকভাবেও চুক্তিপত্র নিশ্চিত করা হবে বই ও যাবতীয় বিষয়ে।


৭- প্রত্যেক লেখককে নির্দিষ্ট পরিমাণে লেখক সন্মানি প্রদান করা। উল্লেখ্য যে- এখানে কোনো লেখকের বই যদি এক কপিও বিক্রি না হয় সেও তার লেখক সন্মানি পাবেন।


৮- সারা বছরই বইয়ের প্রচার নিয়ে অনলাইন টিম ওয়ার্ক সক্রিয় রাখা।


৯- বিদেশি সাহিত্যের সাথে বাংলা সাহিত্যের সু-পরিচয় ঘটানোর নানা রকম সুন্দর কার্যক্রম হরকরা চালু রাখবে।


১০- ভালো বই নিয়ে আলোচনা ও সমালোচনামূলক আয়োজনে সবসময়ই থাকবে হরকরা।


১১- কবি/ লেখকদের প্রমোটারি বিষয়ে নানারকম কার্যক্রম চালু রাখা।


১২- হরকরার প্রধান অফিসে যে কোনো কবি/লেখক যে কোনো সময় আসার, থাকার, আড্ডা, আলোচনা ইত্যাদি বিষয়ে যোগ্যতা রাখেন। কোনো কবি, লেখক যদি হরকরা প্রকাশনা থেকে বই নাও করে থাকেন তাতেও কোনো সংকোচ আমরা রাখবো না। কারণ আমরা মনেকরি- কবি, লেখক কোনো প্রতিষ্ঠান বা সার্কেলের ভেতরে আটকে থাকার নয় তারা সমগ্র বিশ্বের, সমগ্র ব্রহ্মাণ্ডই মূলত তাদের ঘর।


১৩- কবি/লেখকদের চাহিদা ও রুচির জায়গাকে ভিন্নভাবে গুরুত্ব দেয়া।


১৪- প্রত্যেকবার বই মেলা শেষ করে কবি / লেখকদের নিয়ে একটা ভ্রমণের আয়োজন করা।


১৫- পাণ্ডলিপি গ্রহণের ক্ষেত্রে অবশ্যই ওয়ার্ড ফাইল (ই-মেইল) যোগে এবং হার্ড ফাইল অফিস ঠিকানা যোগে গুরুত্ব দেয়া হবে।


১৬- এছাড়া ওয়েব ম্যাগাজিন ও বুক রিভিউ নিয়ে আলাদা কাজ করবে https://horkoraprokashon.blogspot.com/


১৭- নিজস্ব ওয়েব সাইটে বই বিপনন কেন্দ্র গড়ে তোলা।


১৮- আন্তঃবাজার ও বিশ্ববাজারে বই ছড়িয়ে দেবার প্রয়াস।


ধন্যবাদান্তে
প্রকাশক
মোস্তাফিজুর রহমান খান (শাহিন)
হরকরা প্রকাশন
ফোন: 01301012096
ই-মেইল: horkoraprokashon@gmail.com
ভিক্টোরিয়া রোড- টাঙ্গাইল-১৯০০

Post a Comment

Previous Post Next Post