বুক রিবুউ বই: জ্যোৎস্নাপথের হলুদ মিনার কবি: মাহবুবা করিম লিখেছেন: জান্নাতুল ফেরদৌস মিশু

বুক রিবুউ
বই: জ্যোৎস্নাপথের হলুদ মিনার
কবি: মাহবুবা করিম
লিখেছেন: জান্নাতুল ফেরদৌস মিশু
বইয়ের মূল্য: ২৫০ টাকা 


আস্ সালামু আলাইকুম

আশা করি সকলেই সুখে দুঃখে বেঁচে আছেন। জন্ম নেওয়া মানেই মৃত্যু অব্দি বেঁচে থাকা শিল্পী হয়ে! নিজেকে নিয়ে ভালো থাকা একটা আর্ট যা সবাই পারে না। এ আর্টে যে পারর্দশী মূলত সেই ত একজন শিল্পী। সুতরাং ; আমরা সকলেই শিল্পী এবং বিভিন্ন প্রতিভায়, প্রতিভাবান......
মাহবুবা করিম আপার লেখে বই এবার প্রথম পড়া হলো আমার। কারণ ; এর আগে পরিচয় ছিলো না আমার। কাউরো সঙ্গে কাউরো পরিচয় হতেও একটা সুই সুতা লাগে যা ছিলো না বলেই হয়নি তবে এখন আছে তাই হয়ে গেছে। দুই প্রান্তের দুইটি মানবীকে এক সুতাই বেঁধে রাখছে সুন্দর করে যেন ছিঁড়ে না যায় কখনো। এখন বাকীটা আল্লাহ্ ভরসা। তবে ধন্যবাদ সাগর ইসলাম আপনাকে সুই সুতো হবার জন্যে
❤
আপার ২০২২ সালে প্রকাশিত বই — " জ্যোৎস্নাপথের হলুদ মিনার"" যা প্রকাশিত হয়েছে হরকরা প্রকাশন থেকে।
বইটিতে মোট ৫৯ টি কবিতা আছে যা আমার কাছে খুবই সহজ, সুন্দর ও স্বচ্ছ লেগেছে। এডাল্ট কিছু শব্দ প্রয়োগ করেছে কিন্তু মনে হয় না এসব নোংরা কোনো শব্দ। এসব শব্দ শুরু থেকেই ছিলো সভ্যতার মাঝে এখনো রয়েছে। প্রতিটা শব্দের দুটো দিক থাকে। নেগেটিভ ও পজিটিভ। আপনি এখন যেটা নিবেন মস্তিষ্কে সেটাই আপনার মধ্যে প্রকাশ হবে চারিদিকে।
বইতে এমন কোনো কবিতা নেই যে আমার একটু হলেও পছন্দ হয়নি বরং উল্টো এ বই আজ নিয়ে তিনদিন পড়লাম। কেন জানি না ভালো লাগে ভীষণ। আর কিছু কিছু ভালো লাগার কারণ কখনোই খোঁজতে নেই ভালোবাসার মতন!
সামন্যতম একটা ভুল ছিলো এক কবিতায় যাকে বলে 'টাইপিং মিসটেক', আপা বইটা পাঠানোর আগে সম্ভবত উনিই ঠিক করে দিয়েছেন তা।
বইতে প্রতিটা কবিতা আমার খুব পছন্দ সুতরাং কোনটা কোনটার অংশ দিবো ভাবতে পারছি না, তাই দিচ্ছি না।
যাঁরা কবিতা পড়েন তাঁরা অবশ্যই এ বইটা পড়বেন ভালো লাগবে। আমার এ বইটা এতো প্রিয় হয়তো এ বইয়ে আমার চোখের অংশ রয়েছে অনাকাঙ্ক্ষিত ভাবে!
বইটা আমার পিচ্চি বোনও পড়েছে সন্ধ্যায়
❤
আমার বাপের বাসায় সময় কাটে না বলে, সে ফাঁকে তারও কিছু ছবি তুলে নিলাম চুপিসারে। বোনটির জন্য দোয়া করবেন যেন সে আমার মতো হয় বা কিছুটা ব্যত্রিক্রম তবুও যেন এ পরিবারের অন্য কারো মত না হয়, যাঁরা সাহিত্য ভালোবাসে না
😔
আপার জন্য অনেক অনেক শুভকামনা এবং প্রথনা করি দীর্ঘ আয়ু হোক তাঁর যেন, অনাকাঙ্ক্ষিত ভাবেই তাঁর সবে আমি থাকি
🥰
আমি আবৃত্তি ভালো পারি না তবুও কিছু কবিতা আবৃত্তি করতে চেয়েছিলাম কিন্তু করা হয়নি হতাশার সাগরে ডুবে হাবুডুবু খাচ্ছি বলে সেজন্য দুঃখিত....

হরকরার সকল বই অনলাইনে পেতে ভিজিট করুন রকমারি:




Post a Comment

Previous Post Next Post