বইমেলা ২০২৫ এ আসছে কবি- আদিত্য আনামের- “বিজিতের বাইবেল”/ কবিতার বই

ক্ষুধা ও ক্ষরণপর্ব: উদ্বিগ্ন আত্মার গান


০১.
ক্ষুধার পায়ের কাছে 'জীবন' এক মর্মাহত ফুটবল;
জলের মতো গড়িয়ে যাচ্ছে দ্বিকবিদিক লাথি খেয়ে খেয়ে।
০২.
একঠোঁট আহারের খোঁজে যে পাখি দেউলিয়া
তার কাছে খাবারই ঈশ্বর; খাবারই আউলিয়া।
০৩.
ক্ষুধার্তের একমাত্র পবিত্র ধর্ম হচ্ছে খাবার। ক্ষুধার্তকে জ্ঞান নয় খাবার দিন; জ্ঞানের বুলি বুলেটের মতো বিদ্ধ করে তাকে।
০৪.
সব খাওয়া শেষ হলে একমুঠো মাটি খেয়ো; মিটে যাবে জনম—জনমের ক্ষুধা।
০৫.
পৃথিবীটা কারাগার—দেয়ালজুড়ে ক্ষত
ফুলগুলো ফুটে আছে আসামির মতো।
০৬.
অন্ধফুলের কোন পাপ নেই
পাপড়িজুড়ে তার সবটাই হৃদয়।
০৭.
ঘৃণার অন্ধকারে ম্লান হয়ে যাচ্ছে হৃদয়;
এত কোলাহল উপচে পড়ছে, অথচ…
আমরা কেউ কাউকে খুঁজে পাচ্ছি না কোথাও!
০৮.
আমি তো হোমারের সেই অন্ধ দু'চোখ দু'টি;
কবিতা ছাড়া যার আর কোন জ্যোতি নেই।
০৯.
রাবণের ছিল দশটি মাথা আর আমার দশটি হৃদয়
দশজন দশদিক থেকে এসে আমাকে ভাঙে; আমি ভাঙা মন নিয়ে বেহুলার মত ভেসে যাই নিয়তির অথৈ যমুনার স্রোতে।
১০.
অনন্ত জলের তলে দগ্ধ হৃদয় নিয়ে শুয়ে থেকে দেখেছি; জীবন সেখানেও ভয়ংকর জ্বলে।
১১.
গোলাপের পায়ে পড়ে আমিও দেখেছি সৌন্দর্য কতটা রাক্ষস।
১২.
পা পিছলে আমি যে নর্দমায় পতিত হয়েছি তার নাম জীবন; মৃত্যু ছাড়া আর দ্বিতীয় কোন সিঁড়ি নেই সেখান থেকে উঠে আসার।
১৩.
ধৈর্য্যকে ধরে কাছে এনে তার কপালে হাত দিয়ে দেখেছি জ্বরে পুড়ে যাচ্ছে তার শরীর
এবং
ধৈর্যের গলা টিপে ধরেও দেখেছি; তার মুখ থেকে টপটপ করে ঝরে পড়ছে 'ব্যর্থতা'।
১৪.
চিরকাল মানুষ মানুষকে মানুষের মতো মানুষ হতে দেয়নি!
১৫.
এই ইটের জঙ্গলে কীটের মত বেঁচে থাকা মানুষ মানুষের অবয়ব নিয়ে ঘুরছে কিন্তু মানুষ মানুষকে পাচ্ছে না কোথাও
১৬.
গাছের ভিতরে ঢুকে কাঠ হয়ে বসে আছি আর আমার ভিতরে বসে আছে এক সুদক্ষ ঘুণপোকা।
১৭.
নিয়তির চক্রগূহে ঢুকে পড়া জীবন এক বালক অভিমন্যু যে মৃত্যুর ময়দানে দাঁড়িয়ে পূর্ণশক্তি দিয়ে যুদ্ধ করে যাচ্ছে বেদনা, বিষাদ ও ব্যর্থতার মতো অমর মহারথীদের সাথে।
১৮.
তুমি তো এমনই প্রাপ্তি যা কেবল তোমাকে হারিয়েই পেতে হয়।
১৯.
অভিমান, আমি তো তোমারই সন্তান
আলোর প্রতিবেশী অথচ ভিতরে ম্লান।
২০.
বিরহের কবিতা আমি বামহাতে লিখি বলে
পথে—প্রেম, আমাকে দেখে মুখ ঢেকে চলে।
২১.
(বিজিতের) একটি মন বহুবার ভেঙে যাওয়ার যোগ্যতা নিয়েই জন্মগ্রহন করে।

◻️
বিজিতের বাইবেল || আদিত্য আনাম




https://www.facebook.com/adittyaanam.71






হরকরা প্রকাশন
যোগাযোগ: প্রধান অফিস, ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল
ফোন: 01301012096
প্রকাশক: মোস্তাফিজুর রহমান খান (শাহিন)







Post a Comment

Previous Post Next Post