এক/দুই লাইন কিংবা অণুকবিতাগুলোকে আমরা 'মুহূর্তকবিতা' হিসেবে বিবেচনা করছি এবং এইসময়ের বাংলা কবিতার বিশেষ প্রবণতা হিসেবে লক্ষ্য করছি। প্রিয় লেখক, আপনি আপনার নিজের লেখা ২০টি মুহূর্তকবিতা ৩০ জুন, ২০২৪ এর ভিতরে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।
বি:দ্র: মুহূর্তকবিতা আর ম্যাক্সিম বাক্য এক করে ফেলবেন না!