“মুক্তি পেতে হলে যাব/ কবির হোসেন/ কবিতার বই/ আলোচনা: হরকরা”

 

“মুক্তি পেতে হলে যাব
কবির হোসেন
কবিতার বই
আলোচনা: হরকরা”




'যুদ্ধ ফেরত একটি গোলাপ চিৎকার করে বলে যাচ্ছে —সে লাল গোলাপ নয়, সাদা গোলাপ' পঙক্তিটি কবি কবির হোসেনের 'মুক্তি পেতে হলে যাব' কাব্যগ্রন্থের একটি কবিতা। কাব্যগ্রন্থটি হরকরা প্রকাশনা থেকে ২০২৩ সালের বইমেলায় প্রকাশিত হয়। কবির হোসেনের কবিতা পড়লে প্রচলিত চিন্তার বিপরীত  দিকে ধাবিত করে। যেন পরিচিত বিষয়গুলিকেও তিনি নতুন দৃষ্টিতে দেখান। তাঁর কবিতায় পোয়েটিক আইডিয়া এতটাই তীব্র যে পাঠক পড়তে পড়তে থমকে যাবেন। ভাবতে বাধ্য হবেন। 

কবি তাঁর কাব্যগ্রন্থের নাম দিয়েছেন 'মুক্তি পেতে হলে যাব'। তবে কি কবিতাগুলো সিনেমা? হ্যাঁ, সিনেমাও বটে। কারণ প্রতিটি কবিতা আপনাকে সিনেমার মত ভ্রমণ করাবে মনোজগতে। কবি মুক্তি পেতে চান এই জাগতিক জীবনের অনিয়ম থেকে, নোংরা রাজনীতি থেকে, যুদ্ধের দামামা থেকে কিংবা কবি সিনেমার পর্দায় দেখাতে চান মানুষের স্বরূপকে। মানুষ যেন নিজেদের দেখতে পান, নিজের কর্ম ও ভাবনাকে দেখতে পান। চার ফর্মার এই কাব্যগন্থটিতে মোট ৫৫টি কবিতা এবং ৬টি ওয়ান লাইনার কবিতা আছে। বইটির প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম। বইটির গায়ের মূল্য ২২০ টাকা। বইটি বিশেষ অফারে ক্রয় করতে ইচ্ছুক হলে হরকরার পেইজ বা আইডিতে নক দিন।



কবির হোসেন



Post a Comment

Previous Post Next Post