নিয়াজ আজিজ দ্বীপ-এর কবিতা
দহন
আকাশের হৃদয়ে আমি এক নির্বিকার পাখি—
দিক হারিয়েছি; হারিয়েছি আমার পালকের রোদ।
তবুও উড়ে চলি বিষাদের লাল মেঘ বেয়ে।
কখনো দূরবর্তী নদীকে দেখে
ভাবি তৃষ্ণার বেগে আমার প্রেমিকা।
বর্ণনা
তোমার স্তনের কাছাকাছি
তাকাতেই উড়ে গেল একঝাঁক সাদা পায়রা
পালকের বর্ণনা নিয়ে
আর শীতের খোলসে জড়ো হয়ে গেল আমার সমস্ত আকুল হাত
তোমাকে স্পর্শ করতে না পারার অপরাধে অভিযুক্ত এই শীত
খসে পরলো বীর্যভূমিতে
আমার নরম বিছানায়|
কবিতা ছদ্মনাম
পোড়া বনে
হৃদয় ক্ষনে
চিরে খায়
ফিঙে ঠোঁট—
(আমার)
শরীরজুড়ে
শীতপোকা
আর
মনের ভিতর
রাতের কুয়াশা
উড়ছে তারা—
হৃদয়ে পেকে
নুয়ে থাকে
লাল সূর্যফল;
সেই আলোতে
পোড়ে পাখি
মগজে মগজে
বিছানো ঘাসে
রক্তফুল ফোটে—
স্মৃতির গন্ধ
আজকাল
অকপটে জ্বলে
কাগুজে ডানায়
বক্রতা আঁকে
কবিতা ছদ্মনামে—
ছায়াসমগ্র
নিংড়ে দেখি
ফিঙে ঠোঁট
ছন্দ শেখায়
আমাকে—
বনে বনে
পাতার কঙ্কাল
আগুন
মগজের
গোপন দৃশ্যে—
স্মৃতি ছবিঘর
শুকনো হয়ে
ঝুলে আছে
মাংসলবৃক্ষে—
অথচ
অদৃষ্টের চাঁদ
আর
রক্তফুল গুচ্ছ
খেয়ে ফেলে
একান্তে; আমাকে—