জুয়েল কলিন্দের কবিতা

 জুয়েল কলিন্দের কবিতা




জুয়েল কলিন্দের কবিতা



চেয়ার


পাছার নিচের চেয়ার দিয়ে

হচ্ছে মাথার বিচার,

এই দেশেতে মাথার চেয়ে 

দাম বেশি ভাই পাছার।

যদিও তাদের পাছার চেয়ে

মাথায় গু বেশি,

তবুও তারাই লোক সমাজে

উজ্জ্বল রবি শশী!

গুয়ে ভরা মাথা আবার

বেচে উচ্চ দরে,

মাথা বেচা অর্থ দিয়ে

পাছা পালিশ করে।

পাছা যদি চকচকে হয়

তবেই পাছার দাম,

মাথা তাদের কিচ্ছুটি নয়

পাছাই সর্বধাম।


চাইল্ড অ্যাবিয়্যুজ


নিষ্পাপ কঁচি মুখগুলো দেখেও 

জাগে যাদের লিঙ্গ 

তারাও নাকি পুরুষ, মানুষ!

মানব জাতের অঙ্গ!




ভবের পাগলা


কালের চাকা কালে গড়ায়

আমরা কেবল ধূলো ছড়াই।

মনের আশা চাকার দাগ

ধূলোর বুকেই বেঁচে থাক। 


সব থাকে না কারণ, ধূলো

ঝড়-বাতাসে উড়তেও চায়

কাদা হয়ে গলতেও চায়

তাই বলে আর ভবের পাগলা

ধূলো উড়ানো কি থামায়!


ধূলোর যদি অভাব পড়ে

হাড় পিটিয়েও গুঁড়ো করে!

ভবের পাগলা ভবের কালে

অন্য ভবের গল্প বলে।

Post a Comment

Previous Post Next Post