অক্ষর প্রবালের কবিতা

অক্ষর প্রবালের কবিতা 

                                                         


ব্যথাহীন নাবিক



ব্যথাহীন নাবিকের বুকের গভীরে যে শুশুক খেলা করে 
তার চোখে আজ বিষণ্নকাল।
হাসির আড়ালে দম-সাঁতারের আহ্বান ছুঁড়ে দেয় সে।
আমি নিতম্বের মতো নরম দুঃখ বুকে নিয়ে
জল এবং ঢেউয়ের জলজ নৃত্য দেখি।
নীরবতার বরফ মেপে এগিয়ে যাই প্রলাপের শহরে ।
আমার কাঁধে ক্ষুধার খতিয়ান
আর পিঠে নাবিকের দিনলিপি।

ও নাবিক! চাতক বাঁচে মূলত আশায়-
জলের চাহিদা তার শুধুই অজুহাত।

Post a Comment

Previous Post Next Post