দিপংকর মারডুকের কবিতা বুদ্ধ ও অন্যান্য
বুদ্ধ
আলিঙ্গনে আলিঙ্গনে শঙ্কামুক্ত করে ফিরে এসো
তোমার অস্বস্তির বাণিজ্য শান্ত করে তোলো বলে
প্রিয় সবুজ, প্রিয় প্রার্থনা—আমি বুদ্ধের সন্তান;
যেখানে মিলেছে বরষার রোদ, নাগরিক ঘুমের
শান্তি গণনা করা—তার থেকে বিশাল দূরে নয়!
দু'হাতে রাগ কিংবা অনুরাগ নিজস্ব করে
মূহুর্তেই আমার সন্ধ্যানদীর জল হয়ে এসো—
হত্যা থেকে দ্যাখেছি একটি মহুয়া প্রেম
যদি নাও থাকো তুমি সমমূর্খ প্রেমিকের কাছে
এতো গুঞ্জনে রাখবো না শত-কৃষ্ণচূড়ায় ভুল
পরিতাপ—শুনেছো রণযাত্রায় চন্দন পাইনি—
সংগ্রাম ও উষ্ণ গোলাপের উচ্ছ্বসিত প্রতিপ্রাতে
অথচ তোমার রাজ্য আজ মহানেই সাঁকোহারা
Tags
কবিতাগ্রন্থ