অতি শীঘ্রই আসতেছে কবি এফ এইচ সজলের ” ভালোবাসার দিগন্ত “ নামের মৌলিক কাব্যগ্রন্থ।

 অতি শীঘ্রই আসতেছে কবি এফ এইচ সজলের ” ভালোবাসার দিগন্ত “ নামের মৌলিক কাব্যগ্রন্থ।

বইটির সারমর্ম নিম্নরূপ:

করাতকল সর্বত্রই জীবন। ধ্যানের হকার হয়ে চেয়ে দেখে কিছু মানুষ আকাশের সুখসীমা পাল্টে যাওয়া
ছ্যাঁচা মেঘড্যান্স! সর্দি লাগা বিবেক কোন ঔষুধে সারে জানেনা'কো লোভান্ধ লিলিটেড কোম্পানি। তবু বহুময় প্রেজেন্টেশনের পৃথিবীতে, দিনশেষে- ভালোবাসাই এক দৈবচরম উত্তম প্রস্তুতি। কেননা, দুনিয়াবি দায় কবরের মানুষকে ভুলে থাকা যায়, বেঁচে মরা কিংবা বেঁচে হারানো ভালোবাসার মানুষদের ভুলে থাকা যায় না। সব মানুষের পাঞ্জাবীতে জমে আছে আতর আতর উৎসব, আতরউৎসবে স্বর্গের ফিল নেয়া যায় স্বর্গে যাওয়া যায় না। অথচ মানুষ খুব অনায়সেই স্বর্গে যেতে পারে মানুষকে ভালোবেসে, ভালোবাসার দিগন্তে ঈশ্বর যে মানুষের পরানভিখারী হয়ে ঘোরে!
আমার মতো তুমি ও তোমরাও ঘৃণার জানাযা পরে ভালোবাসায় ফানাফানা হয়ে যাও, খুলে দাও ধ্যানের খামারে আটকে রাখা বোধের হাঁসপাল। হাঁসেরা ড্যানার বেয়াম করুক রেশমজলের সুন্দর সুন্দর ঢেউ দুলানো বারান্দায়!

কবি ও প্রকাশক -সাগর ইসলাম


কবি: এফ এইচ সজল

Post a Comment

Previous Post Next Post