পাণ্ডুলিপি আহবান ( অমর একুশে বইমেলা -২০২৩ এর জন্য)
বি: দ্র: পুরো পোস্টটি না পড়ে কেউ কোনো আলোচনায় আসবেন না, অনুরোধ থাকবে।
হ র ক রা প্রকাশন
<< যুদ্ধ নয়, মেধাবর সৃষ্টির সেলাই ঘর >>
১- আপনার পাণ্ডুলিপিটি এই ই-মেইলে ( horkora111@gmail.com ) পাঠাবেন। আমরা একটা প্রাপ্তি স্বীকার দিব পাণ্ডুলিপির।
গোছালো পাণ্ডুলিপি হলেই ভালো। ইউনিকোডে পাণ্ডুলিপি পাঠানো যাবে।
২- পাণ্ডুলিপি মনোনীত হওয়া বা না-হওয়া আমরা শুধু ই-মেইলের মাধ্যমেই জানাব । ফোনকল বা মেসেঞ্জারে না ।
৩- পাণ্ডুলিপি পাঠালেই মনোনিত হবে এমন না । হরকরার সিদ্ধান্তই চূড়ান্ত ।
৪- পাণ্ডুলিপি গ্রহণের পর আমরা নিয়মিত লেখকের সাথে যোগাযোগ করব । এবং এক্ষেত্রে আমরা ই-মেইলকেই প্রাধান্য দিব যাতে যোগাযোগটুকু সম্মানের হয় ।
৫- যেকোনো বিষয়ে পাণ্ডুলিপি পাঠানো যাবে । তবে, উপন্যাস, কবিতা বা মৌলিক সাহিত্যকে বেশি গ্রহণযোগ্য দেওয়া হবে।
৬- দ্বিতীয় মুদ্রিত কোন বইয়ের পাণ্ডুলিপি জমা নেয়া হবে না। যদি জমা পড়েও তবে তা বাতিল বলে গন্য হবে।
৭- পাণ্ডুলিপি চূড়ান্ত মনোনীত হলে লেখকের সাথে চুক্তি করা হবে । চুক্তিপত্র ব্যতিরেখে কোনো বই প্রকাশ করা হবে না ।
৮- বই প্রকাশে লেখককে কোনো খরচ বহন করতে হবে না তাদেরই যাদের বই প্রকাশনা কর্তৃক চূড়ান্ত কার্যকর হবে । উপরন্তু লেখককে রয়্যালিটি প্রদান করা হবে ।
৯- আমরা আমাদের 'হরকরা প্রকাশন' থেকে ২০২৩ এর বই মেলায় প্রকাশনার নিজস্ব অর্থায়নে বেশ কিছু পাণ্ডুলিপি নিয়ে কাজ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। তবে এটাও সত্যি যদি সেরকম মানসম্মত পাণ্ডুলিপি সংগ্রহ করতে না পারি অথবা জমা না পড়ে তাহলে যে কয়টি মানসম্মত পাণ্ডুলিপি পাবো সে কয়টা পাণ্ডুলিপি নিয়েই কাজ করবো, আর যদি মানসম্মত পাণ্ডুলিপির সংখ্যা অত্যাধিক বেশি জমা পড়ে যায় তাহলে সেখান থেকে ভেবে চিন্তে একটা সুন্দর ডিসিশনে এসে কাজ করবো। এখানে কেউ মন খারাপ ও প্রশ্ন তুলবার কোন ধরণের মনোভাব রাখবেন না বলে আশা রাখি। কারণ, একটি প্রতিষ্ঠান তার মূলধনের উপর সমস্ত পরিকল্পনা নির্নয় করে থাকেন এবং সেভাবেই কাজ সম্পাদন করে থাকেন।
১০- যাদের পাণ্ডুলিপি সিলেক্ট হবে তাদের সবার পাণ্ডুলিপির নাম সহ ব্যক্তি (কবি/লেখকদের) নাম ফলাফলের দিন জানিয়ে দেয়া হবে।
১১- পাণ্ডুলিপি জমা দিতে পারবেন ০৬-০৭-২০২২ থেকে ১৫-০৯-২০২২ ইং পর্যন্ত।
১২- ফলাফল ঘোষণা করা হবে অক্টোবর মাসের ১ থেকে ৭ তারিখের ভেতর।
১৩- পাণ্ডুলিপি জমা দেবার বিষয়ে কোন ধরণের আলাপ ইনবক্সে করা হবে না৷ যদি কারো জমা দেবার বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে প্রকাশনার অফিসিয়াল মেইলে ই-মেইল করবেন, সেখানে সব জানিয়ে দেয়া হবে। অথবা প্রকাশনার কন্ট্রাক নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারবেন।
১৪- পাণ্ডুলিপি জমা দেবার সময় পাণ্ডুলিপির ফাইলের সাথে অবশ্যই কবি বা লেখকের নাম, ফোন নাম্বার, বর্তমান ঠিকানা নিশ্চিত করতে হবে।
১৫- পাণ্ডুলিপি ই-মেইলের মাধ্যমেও পাঠাতে পারেন আবার যারা পাণ্ডুলিপির হার্ডকপি পাঠাতে চান তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবেন। (সুন্দরবন কুরিয়ার সার্ভিস, টাঙ্গাইল সদর-টাঙ্গাইল, সাগর ইসলাম - 01929986970) এই ঠিকানায়।
১৬- হরকরা আমার আপনার সবার প্রতিষ্ঠান । পাশে থাকবেন । আপনাদের সবার সহযোগিতা দরকার ।
শুভেচ্ছা ও ধন্যবাদান্তে:
সাগর ইসলাম
প্রকাশক।