রহস্যময় বাগানে প্যাস্টেল ফুল কবি / জান্নাতুল ফেরদৌস /গ্রন্থ পর্যালোচক - আসিফ মাহামুদ / হরকরা প্রকাশন

কাব্যগ্রন্থ- রহস্যময় বাগানে প্যাস্টেল ফুল
কবি - জান্নাতুল ফেরদৌস
গ্রন্থ পর্যালোচক - আসিফ মাহামুদ 




মাসখানেক হতে চললো ‘রহস্যময় বাগানে প্যাস্টেল ফুল’ কাব্যগ্রন্থটি পড়ে যাচ্ছি। কাব্যগ্রন্থ জুড়ে স্থান পেয়েছে ৩৩ টি কবিতা। কবিতা গুলোর ভাবনা ভয়ান কখনও ছন্দে আবার কখনও গদ্যের গল্পে বারবার কবিকে আবিষ্কার করেছি কাব্যের  উৎসর্গে মতো করে। কিছু কবিতাও কাব্যগ্রন্থ সম্পর্কে আমার পর্যালোচনা তুলে ধরার চেষ্টা করছি।


 কবি পৃথিবী’র সকল শিশুদের জননী দাবি করে ইঙ্গিত দিয়েছেন। সন্তান’রা মায়ের আদর্শে বড় হলে, তা অক্ষরে অক্ষরে পালন করে। 


কখনও কবি হয়েছেন বিশ্বের দরবারে এক ফোঁটা প্রেমের রসের মতো। আবার, কখনও নিজকে গুটিয়ে নিয়েছেন শত বিরহে। 


কবি স্বর্গের মাঝে নিজের উদারতা ও বিশ্বকে ধারণ করার কথা তুলে ধরে বলেছেন, নক্ষত্ররা সমস্ত পৃথিবীতে পূর্ণ মুখ হয়ে বেঁচে থাকে। 


গদ্য ছন্দে কবি'র নানান চিন্তা ও বিশ্বাস গুলো ফুটিয়ে তুলেছেন পুষ্পের ন্যায়। একজন পাঠক হিসেবে কাব্যগ্রন্থের  কবিতা গুলো ছুঁইয়ে গেছে কবি'র সাক্ষাৎ পাওয়ার আগ্রহ পর্যন্ত। 


এই কব্যগ্রন্থের কবিতা গুলো আমরা কাছে জ্ঞানও চিন্তার সংক্ষিপ্ত রূপ বলে মনে হয়েছে। মাধুর্য ভাষায় শব্দ শৈলী’র চমৎকার ব্যবহারে আবৃত কাব্যগ্রন্থটি আপনার সংগ্রহে রেখে নানান চিন্তা আবিষ্কার করতে পারেন।



                                                     গ্রন্থ পর্যালোচক - আসিফ মাহামুদ 






Post a Comment

Previous Post Next Post