খালিদ হাসান ঋভু’র কবিতা
আমি হারিয়ে ফেলেছি আমার নাম
তুমি আমার একটা নাম রাখো
কী নাম রাখবে?
পেছনে ঘুরে তাকাতেই দেখবো
দাঁড়িয়ে আছি আরেকটা আমি
যেন সবকিছু ঘটছে মনে মনে, নিরলে।
তারপর দেকার্তের মতো বলে ওঠবো
তোমাকে যতখানি ভাবছি, তার বেশি সত্য তুমি নও।
এতসব ভেবে ভেবে রাস্তা পার হবো ।
রাস্তা পার হলেই অসম্ভব সুন্দর সহনশীল গাছগুলোর ছায়া গড়াবে, আমার শরীরে।
গাছেরা-ছায়ারা-পাতারা সবাই ডাকবে নাম ধরে।
নৈঋত হাওয়া ডাকবে ঈশান
তোমাকে ডাকবো রেহনোমা
কলই শাকের ক্ষেতে
বিষণ্ণ বনমোরগের মতো
বারবার একইরকম হারিয়ে যাবার ক্ষতি নিয়ে
তুমি আমাকে ডাকবে চিরকাল—
আমি তোমাকে ডাকবো চিরকাল
আর মুহূর্তেই সমস্ত সম্ভব ভেবে
জড়িয়ে ধরতে গিয়ে পালিয়ে যাবো
শূন্যমুহুর্ত দূরে, উত্তরীন হাওয়ায়।