ম্রিতোষ তত্রাচের কবিতা
১.
প্রেমের শুরু হয় বিচ্ছেদে—
চলে যাচ্ছো যদিও
থেকে যাচ্ছো হৃদয়ের গভীরে করুন ব্যথায়
২.
নিঃসঙ্গতার পাশে শুয়ে পরো না
চুপচাপ দাঁড়াও নিজের সাথে
মুখোমুখি হও
আয়নাটা ভেঙে গেলে
জলের কাছে
ঢেউয়ে ভিজেই পা
ঘুমিয়ে যাও
রাতের নির্জনতায়
৩.
মে ২৪
আসার আগেই
কেনো যে চলে যাওয়া!
মাদলেইন, এই ঘোর কুয়াশায়...
শব্দের অভাব লেগেছে, যেমন লাগে অর্থকড়ির
কি বলতে চাওয়ার বাসনা নিয়ে মরে গেলো মা!
বাবা মরলো সেই একই বেদনা নিয়ে
যদিও বাঁচাল আমি
কথার ছুরিতে হই ফালি
কবিতার মতো আত্মঘাতী সাপ
বিষের আদরে আগলে রেখেছি
এইতো
গরুটি দিচ্ছে দুধ
খেয়ে মালিকের পুত
বিক্রি করে গরু
সরু আইল ধরে
মাদলেইন,
ভাগ হয়ে যাচ্ছি
সতেজ গাছগুলোর ছায়া থেকে
সরে সড়ে যাচ্ছে
সব শব