ফরহাদ নাইয়ার কবিতা
হৃদমাতা
তোমাকে দেখার পর সব কিছু কাদা কাদা লাগে।
যা খাই, যা করি কাদা কাদা।
বিসিএসের পড়া এতো নরম হয়ে গেছে
যেন ছোট ছোট চাকরীর ঢেউ সকল স্যালারি ধুয়ে নিয়ে যাবে।
বন্ধু ফোন করে বলে ব্যাংক পড়তে কিন্তু
আমিতো জানি অর্থ থেকে অর্থহীনতার হিসাবে আমি কতটা দক্ষ।
তোমাকে দেখার পর মনে হয়েছে ব্যাংকার হই, হিসাব রাখি চুমুর।
নদীর অ্যাক্যাউন্ট ক্লোজ করে তোমার জন্য নিয়ে আসি উল্টা স্রোত,
ঢেউ আর চিতলের ঘাই, হিসাব ভুল করে মেঘের অ্যাকাউন্ট থেকে বৃষ্টি ঝড়াই,
বসন্তের ফিক্সড ডিপোজিট ভেঙে শতফুল দেই
মানুষের মৃত্যুর খবর ছাপতে ছাপতে তোমার নাম ভুলে যাব।
ভুলে যাব তোমাকে দেখার পর সংসদভবন কাদা হয়ে গেছিলো।
Tags
কবিতাগ্রন্থ