No title

হোসেন রওশনের কবিতা







উপহার

প্রথম চিঠিতে তোমাকে যে নদীটি দিয়েছিলাম তার বুকে চর জেগেছে।
বিলুপ্তির আগেই মাছের জাত সংরক্ষণ করেছেন মৎস্য অধিদপ্তর।
তোমার জন্য যে জঙ্গল রেখেছিলাম, প্রকল্পবীদের নকশায় কাঁটা পড়ে গেছে সব।
খেলনা পাখির কারখানায় বসে তোমাকে আমি শেষ চিঠিটা লিখি।
এই চিঠিতে তোমাকে একটা বরফকল সমেত মর্গ পাঠালাম।
খেয়াল রাইখো, লাশগুলোর যেন ঘুম না ভাঙ্গে। পঁচে না যায়।



ক.

মন ভেঙ্গো না কেননা ভাঙ্গামন হয়তো জোড়া লাগবে কিন্তু যতবার তুমি তাকে ভাববা ততোবার তুমি তার ভাঙ্গা মনের পাশে বসে বিরহের গান শুনে যাবে।

খ.

ভেঙ্গে যাওয়া সম্পর্কের আছে অজস্র হাত পা। ভাঙ্গারির দোকানে গেলে তুমি দেখবে ভাঙ্গা ফটোফ্রেম।

গ.

ভাঙ্গা খাটের তামাশার জীবন নিয়ে আমাদের যেতে হবে গাছের নিকটে।

Post a Comment

Previous Post Next Post