মাহমুদ কাউসারের কবিতা
সঠিক পথেই ঠিক ভুল করে যাওয়া
মনে আছে সেই রাত্রি, সাদা জোবা ফুলের মতন দুলছিল জ্যোৎস্না
সে রাতে বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে ছিল গাছগুলো মিনারের মতো পুকুর ঘিরে
পুকুর পারে সবুজ ঘাস,
ঘাসের উপর দুলেছিলাম দখিনের বাতাসে দু'জনে
আমার বুকে চোখ ঘষলে তুমি
ভেঙে গেল উরুদ্বয়ের ঘুম
ঝিঁঝি পোকার গান হঠাৎ থেমে গেল
আমাদের ফিসফাস শব্দে
জ্যোৎস্নারা তখন মৃদু ঢেউ মেতেছিল
জোনাকির মতো আলো ছড়াচ্ছিলে তুমি
মনে পরে সেই রাত্রি?
সঠিক পথেই ঠিক ভুল করে যাওয়া
Tags
কবিতাগ্রন্থ