তন্ময় সাহা’র কবিতা

    তন্ময় সাহা’র কবিতা






হে আমার স্নিগ্ধ, শান্ত আত্মা

জলের নিচে ঘুমিয়ে পরা মাছ
পেটের দায়ে পেটে ধরা মা
লোভের টানে ছিড়ে আসা পড়শি
আমাদের ঘুমিয়ে পরা রাত্রি
যা কিছু সমস্ত নির্জন
সব পেরিয়ে তুমি আমার হও।
নত মস্তিষ্কে, অজস্র জ্যোতিষ্কে
খন্ড হওয়া শরীর, দুলে ওঠা স্মৃতি
পাতাদের শিরা-উপশিরা, উপনিবেশ
মাটি, বাতাস, জল আগুনের অহংকার
ভুলে ক্রমে ক্রমে উঠে এসো চূড়ায়।
অসুর থেকে এক হয়ে ভেসে থাকি সুরে।
হে আমার স্নিগ্ধ, শান্ত আত্মা।
All reactions:
13

Post a Comment

Previous Post Next Post