অনিক রায়ের কবিতা
রথটানার প্রেম দুর্গাও জানে
ধনুকের তত্ত্বের রঙে যন্ত্র-সুতো রাখবো কার আকাশবুকের ধামে
চূড়ার ভেতর নীল রেখে ছোটো জোরে বেগের পাপর ফোলা চারে
তোমার সৌঁরিক চৈতন্য গোঁসাই পৌঁছে দিচ্ছে মাসির বাড়ির দ্বারে
থানার লগ্ন পার হয়েও থেকো চমকাও গোধূলী সৌদামিনীর ঝাঁকে
ওখানেও তো এক কবির বাড়ি তাকিও আড়ে ভাব ফিকিরির তাঁকে
চাকার মধ্যে নীলে কালিতে লেখা চিঠি দেবোনা আর উল্টোদিনে
দুর্গার দিনে লাগলো চোখে অকাল মাটি জেগো আগামনীর আশ্বিনে
কেমন থাকবে এই সাতদিন জানিও টানলাম তো রঙ-বৃষ্টির গানে
আমার হাতে তো নীল হলাহল কে ভাবে ভুল্টামি কার অভিমানে
বোনের মাত্র উচ্চ ছোয়ায় ছুটি বর্ষায় চামর চুলের সুরেই সাজলো
ইষ্ঠপথে মুক্তাও হৃদ পেতে দেয় চিনি কদলীর গদে শ্রীখোল বাজলো
রঙ্গ জাগে নাচতে জানো শ্রুতিমধু কীর্তনের উচ্চনাদে সমর্পণেই সব
কবির বাড়ি রবির ডুবন্ত পার হয়েছো ছিলার সুতোর কালীয় বিপ্লব
চৈতন্যে শুনতে মা জাগলো এইতো জাগো ছেলের কোমল হাতেই
ওঁর তো এখন হাত মাখবে কাঠামো অঙ্গরাগে কণা কল্পনার সাথেই
জ্বর কমেই তো বেড়াচ্ছো প্রেম আজ পৃথিবী আর উর্বরতার মাঝে
যাও বৃষ্টি অন্তরালে যাও এখন এসোনা তুমি আর যতই বাষ্পবাজে
দুর্গাগড়া হাতটি যখন ধরেছে তালোদ-ধ্বজের ঘোড়ায় সাপে সম্প্রীতি
মাটি তো পাবে গড়বে আবার এই তোমাকেই অভিমন্যু সেই রূপনীতি
Tags
কবিতাগ্রন্থ