তমসা অরণ্যের কবিতা
অনুভূত পঙ্ক্তিমালা
১।
তোমার থাকার কাল আর তোমার না থাকার আড়াল-
পৃথিবীতে এটুকুই তুমি।
২।
বিক্রয়যোগ্য প্রজাপতির কাছে শুনেছি-
শুঁয়োপোকাকে মারার ষড়যন্ত্র।
৩।
চোখ থেকে সত্য ঠিকরে বের হলে, ঠোঁটের চাকরি চলে যায়।
৪।
আশা এক অবিন্যস্ত লতার নাম।
উপযুক্ত আলয় পাওয়া মাত্রই বিস্তারে দেখাচ্ছে স্বরূপ।
৫।
তৃষিত আঁখির নির্জনতা জপেছে কোলাহল-তপ্ত শহরের নাম।
বদনাম যা কিছু শোনা যায়, প্রেমিরা তাকে "ভালোবাসা" বলেই মরেছে।
৬।
তালিকা দীর্ঘ হলে
বালিকাও শিখে যেতে থাকে ছাঁটাইয়ের কৌশল।
৭।
"মা" আসলে একটা যন্ত্রণা-বৃক্ষ, একটা ঔদার্য-স্কুল, একটা একটা গভীরতম বোধ। গভীর অনুভব ভিন্ন কেউ মা হতে পারেনি, কেউ মানুষ হতে পারেনি; কেউ প্রকৃতি হতে পারেনি।
৮।
তুমি মরে যেতে চাইলে, আমি বললাম- বেঁচে থাকো!
তুমি বেঁচে থাকলে ঠিকই,অথচ প্রক্রিয়াটি দেখতে দেখতে আমি মরে গেলাম।
Tags
কবিতাগ্রন্থ