হ র ক রা প্রকাশন
<<শিল্পের ডাকে জ্ঞানের ফেরি>>
গোছালো পাণ্ডুলিপি হলেই ভালো। ইউনিকোডে পাণ্ডুলিপি পাঠানো যাবে।
২- পাণ্ডুলিপি মনোনীত হওয়া বা না-হওয়া আমরা শুধু ইমেইলের মাধ্যমেই জানাব। ফোনকল বা মেসেঞ্জারে না। আমরা এইটুকু শিষ্টাচার বজায় রাখতে চাই যেন— পাণ্ডুলিপি বিষয়ে কোনো আলাপে একজন লেখক মনোকষ্ট না পান।
৩- পাণ্ডুলিপি পাঠালেই মনোনিত হবে এমন না। হরকরার সিদ্ধান্তই চূড়ান্ত।
৪- পাণ্ডুলিপি গ্রহণের পর আমরা নিয়মিত লেখকের সাথে যোগাযোগ করব। এবং এক্ষেত্রে আমরা ইমেইলকেই প্রাধান্য দিব যাতে যোগাযোগটুকু
সম্মানের হয়।
৫- যেকোনো বিষয়ে পাণ্ডুলিপি পাঠানো যাবে। তবে, উপন্যাস, কবিতা বা মৌলিক সাহিত্যকে প্রায়োরিটি দেওয়া হবে।
৬- পাণ্ডুলিপি চূড়ান্ত মনোনীত হলে লেখকের সাথে চুক্তি করা হবে। চুক্তিপত্র ব্যতিরেকে কোনো বই প্রকাশ করা হবে না।
৭- বই প্রকাশে লেখককে কোনো খরচ বহন করতে হবে না তাদেরই যাদের বই প্রকাশনা কর্তৃক চূড়ান্ত কার্যকর
হবে। উপরন্তু লেখককে রয়্যালটি প্রদান করা হবে। কোনো ধরনের বই কিনে নেওয়ার শর্তও থাকবে না।
৮- এছাড়া লেখকদের সাথে নির্দিষ্ট
চুক্তিতে এসেও বই করা হবে। কিন্তু তার আগে অবশ্যই পাণ্ডুলিপির মান যাচাই করা হবে।
৯- বইর কোয়ালিটি, ফর্মা,
বইর ধরণ, বইর সংখ্যার উপর বইর খরচ নির্ভর করবে। এখেত্রে লেখকদের সাথে সরাসরি
যোগাযোগ বা মোবাইল যোগে কাজ সম্পাদন হবে।
১০- যেকোন লেখককে অবশ্যই বইয়ের চুক্তি সম্পন্ন হবার পরপরই প্রচ্ছদ খরচটা পে করতে হবে। প্রচ্ছদ খরচ কখনো প্রকাশনা কর্তৃক বহন করা হবে না, প্রচ্ছদ খরচ অবশ্যই লেখকদের বহন করতে হবে। লেখক চাইলে নিজের পছন্দ প্রচ্ছদকার দ্বারা প্রচ্ছদ করিয়ে নিতে পারেন অথবা প্রকাশনা কর্তৃক করিয়ে নিতে পারবেন।
১১- লেখকদের সাথে বই বিশদ অবশ্যই সাইনিং কন্ট্রাক থাকবে।
১২- হরকরা প্রকাশন চুক্তি সহকারে বই প্রকাশ করবেন যাতে লেখকের স্বার্থ বিঘ্নিত না হয়।
১৩- প্রতিটি পাণ্ডুলিপি পাঠানোর পর কবিতার জন্য ১৫ দিন, গল্পের জন্য ১ মাস সময় দিতে হবে সম্পাদনা প্যানেলকে পাণ্ডুলিপি পাঠ ও পর্যালোচনার জন্য।
১৪-হরকরা ধীরে চলো নীতিতে বিশ্বাস করে। আমরা ভালো বই করতে চাই। ভালো লেখকদের প্রমোট করতে চাই। আমরা বিপ্লব ঘটাতে চাই না, তবে প্রকাশনার শিল্পে পরিবর্তন চাই।
১৫- যেকোনো সিদ্ধান্তের
ক্ষেত্রে হরকরা চূড়ান্ত।
১৬- হরকরা আমার আপনার সবার প্রতিষ্ঠান। পাশে থাকবেন। আমরা প্রকাশনা শিল্পে থাকতে চাই, আরও অনেক অনেক দিন। আপনাদের সবার সাপোর্ট দরকার।১৭- হরকরার লেখকদের প্রতি মাসে একটি মাসিক আলোচনার বন্দোব্যবস্থা করা হবে বা লেখকদের সময়সুযোগ মতো প্রকাশনার অফিসে এসে সাহিত্য বিষয়ে আলাপ আলোচনা আড্ডা দিতে পারবেন।
১৮- প্রয়োজন ও সমযের নিরিখে যেকোন সময় যেকোন নিয়মের উপর হরকরা নিজস্ব হস্বক্ষেপ রাখতে পারবে।
১৯- হরকরার লেখকদের সবসময় রয়্যালিটি প্রদান করবে।
0 Comments