Header Ads Widget

Responsive Advertisement

এথেন্স পাটোয়ারীর কয়েকটি কবিতা

এথেন্স পাটোয়ারীর কয়েকটি কবিতা








০১.

সন্ধ্যায় আউশের ক্ষ্যাত থাইকা
সারি সারি হাঁস যেভাবে খোঁয়াড় ফেরাও
আয় চৈই চৈই আয় আয় বইলা।
একবার তুমি ডাইকা দেখো
হাত পা গুটিয়ে কিভাবে ডুকে যাবো তোমার বুকের খোঁয়ারে।
দেখবা পাখির মতন বাসায় বেঁধে ফেলবো
একবার তুমি ডেকে দেখো।



০২.

উঠোন জুড়ে ধান তীব্র রোদের দুপুরে।
ধান জুড়ে শালিকের আনাগোনা
আনাগোণা করে ‘গেরস্থের’ বাড়ির মেয়েটির
চোরাচোখ।
বিকেলে কলপাড় জুড়ে ঢলে পড়তো
কৃষ্ণচূড়ায়।
সন্ধায় বেজে উঠতো লাকি আখন্দের গান
“আবার এলো যে সন্ধ্যায়”।
এমন অনেক দিন তো গেছে
গেছে চলে প্রয়াত প্রেমিকার মত কতদূর...



০৩.

উঠোন ভরা শ্যাওলা দেখলে কারও চোখ মনে পড়ে।
চাঁদের আলো মনে করিয়ে দেয় আমাদের ঘরের বয়স্ক গল্পকারের কথা সে আমার মা।
এমন জৈষ্ঠ্যমাসের চাঁদ রাতে আমরা সন্তানেরা জড়িয়ে যেতাম মায়ের পায়ে শিকল হয়ে।
আমরা হাসতাম হিহিহি করে
মা কখন শুনানি তার শীতল ভেজা চোখের গল্প।
আমরা মাকে আবিষ্কার করে ফেলবো বলে।
ইদানীং মাকে খুব মনে পড়ে জানি মা নদীর পঙ্গু নৌকাটার মতো বসে আছে পুকুর ঘাটে।
মাকে মনে পড়লে নিঃসঙ্গতায় রাত ভারী হয়ে ওঠে আমার।
আমি যমুনা মতো ভাঙতে থাকি ছিঁড়ে যাই ঢেউয়ের মতো।

Post a Comment

0 Comments