শারমিন সামির কবিতা

 শারমিন সামির কবিতা 







০১.


বধিরতা


এখানে বিস্ময়ে ছড়িয়ে পড়ছে রাত

তোমার নিঃসঙ্গতা ঘেঁষে 


হয়তো নিভৃত সেইসব পথ হয়ে গেছে ছল!


অপরাহ্নের বিরহ নিয়ে 

যদি ফিরে আসে চিঠি

আবারও সুরের পাশে উড়িয়ে দিও নীল


শিরাভর্তি অহম নিয়ে

এভাবেই ফুটে থাকে কিছু ফুল

এক অপার জীবনের পাশে


০২.


মর্গের মত ঢেউ

পরিতাপ নিয়ে ফিরে যায় তীরে


এই হেম ও হাওয়ায়

ম-ম করছে যত ভুল

আমিও শোনাতে পারি তাদের, শেফালির বন


অথচ চোখ থেকে দূরে

পুরনো ট্রেনের মত

মৃদু হুইসেল নিয়ে পড়ে আছে 

একটা

স্টেশন


০৩.


বন কিংবা মন, যেখানেই পথ

পথের খুব নিকটবর্তী নিষ্পলক শূন্যতা 

অসহায় পাতাদের হলুদ হয়ে যাওয়া নতুন কিছু নয়

যেন দৃশ্যভীতির ভেতর লেগে থাকা রোদ

কিংবা অমোঘ টানে হেঁটে যাওয়া 

বিকেলের ঘুমহীনতা


আমরা কিন্তু তখনও জনপদহীন,

হাওয়াঘরের হিমহিম পাখি।

Post a Comment

Previous Post Next Post