মেহেদী হাসানের কবিতা
প্রতিশোধ
থর থর করে কাঁপছ কেন?
চিলটা কি মসজিদে মদ খেয়েছিল?
প্রিয়তমার শাড়ি লাল করেছিল শকুনটা?
ব্যাঙটা কি পাকা ধানে মই দিয়েছিল?
পাতের ভাত কেড়ে নিয়েছিল বেজিটা?
সাপকে শায়েস্তা করে নাকে মাখবে সরিষার তেল?
প্রকৃতি মায়ের মতো, সমতায় বিশ্বাসী
তার পাঁচটি আঙুলই থাকা চাই
তফাৎ শুধু
মা নীরবে সহ্য করে
প্রকৃতি প্রতিশোধে সময়ের কার্পণ্য করে।
Tags
কবিতাগ্রন্থ