ফরিদুল ইসলাম নির্জন এর বিরহ বিলাপ

ফরিদুল ইসলাম নির্জন এর বিরহ বিলাপ





০১.

আমি এক নিঃসঙ্গ যাযাবর

বেদনাকে  করি আপন, তোকে করি পর!

 

০২.

রাত বাড়ে হাজারো চোখের ক্রন্দনের আওয়াজে,

তোমার কথা মনে পড়তেই বিরহ রাখি কাছে নিজে!

 

০৩.

আমি এমন কি,

তুই আমার হবি !

 

০৪.

যে আমাকে খুব বেশী ভালবাসত সে আমাকে পায়নি,

আমি যাকে খুব বেশী ভালবাসতাম সে আমার হয়নি  

 

০৫.

দুঃখ দিলে দুঃখ পাবি,

ভালোবাসলে শুধু আমায় পাবি।


০৬.

দহনে নয়, মায়া জন্মাতে এসেছি

 

০৭.

মায়া ঝুলে আছে, তোমার খোঁপায় কাঠগোলাপে!

 

০৮.

তুমি কাঁদলে চোখ নদী হয়ে যায়

তুমি হাসলে মুখ চাঁদ হয়ে যায়।

তুমি অবহেলা করলে মরে যেতে ইচ্ছে হয়

তুমি অপেক্ষা করলে জীবন ধন্য হয়ে যায়।

 

০৯.

-আমাকে ভালোবাসো?

-হুম

-কতোটা?

-যতোটা তুমি অবহেলা করো ঠিক ততোটা!

 

১০.

যে চোখে তুমি বেদনা খুঁজে বেড়াও মেয়ে, সে চোখে আমি মায়া খুঁজি চেয়ে!

 

 

 

Post a Comment

Previous Post Next Post