জুয়েল কলিন্দের কবিতা

জুয়েল কলিন্দের কবিতা





ভাবিয়া করিও কাজ

 

যেভাবে মেরে যাচ্ছো রাষ্ট্র

আর জনগণের পোঁদ

বিনিময়ে কতটা সহ্য করতে পারবে

এককালীন প্রতিশোধ!

 

 

বিশ্বব্রহ্মাণ্ড

 

একটি ধারণা মাত্র

 

 

মুখোশ

 

অবিকল মানুষের মুখের মতো
মুখোশ পরে বেড়ায় মানুষগুলো

 

 

কাঁটাতারের সীমানা

 

পৃথিবীর বুক থেকে উপড়ে দেবো বলে

সব কাঁটাতার আপন ঘরের ঠিকানা খুঁজি না

এ বিশ্ব আমার ঠিকানা।

 

 

প্রস্তুতি

 

তোমার গলার ভাঁজে, বুকের খাঁজে

এঁকে দেবো বলে শতাব্দীর শ্রেষ্ঠ চুম্বনটি

বুকের ভেতর নিজেকে প্রস্তুত করছে হৃদয়ের করোটি।

Post a Comment

Previous Post Next Post