সাকিব শাকিলের কবিতা/ হরকরা প্রকাশন

সাকিব শাকিলের কবিতা




কিছুই হই না বিরক্তি হওয়া ছাড়া


০১.

অতি উক্তির জ্ঞানের দোকান এখন বিরক্ত লাগে
তত্ত্বগুলা খেয়ে ফেলছে আমার মাথাকে
নিয়মকানুন গুলা মেরে ফেলছে আমাকে
নিয়ম মানা বিরক্তিকর
তবু কেউ যদি বলে বামে চলেন
ডান থেকে ঘুরে যাই বামে
কেউ যদি বলে ধীরে কথা বলেন
কথা বলি ধীরে
কেউ যদি বলে ৭ দিন পর কল করে জানানো হবে
৭ দিন অপেক্ষা করি তবু
কোনো হালা কল করে না
এইসব ঘটনা জন্ম থেকেই বিরক্তিকর
যারা দেয় চাকরি
আর যারা নেয়
সব হালা বিরক্তিকর
প্রেম পিরিতি বিরক্তি
চুমাচুমি
লাগালাগি
মিছিল মিটিং
টাইট ফিটিং বিরক্তিকর
মদ-মাতাল
হাসপাতাল
সাংসদ
বেকারত্ব
কুমারিত্ব
সব সত্য বিরক্তিকর
তবু আমারই করতে হয় বিরক্তিকর কাজগুলা
হায় খোদা,
এই বিরক্তিকে আর কতোকাল করবো।


০২.

কিছুই হইয়ো না বিরক্ত হও
সত্য একটা আপেক্ষিক বিষয়
আর যেহেতু মৃত্যুও অনিবার্য
এমন যা কিছু নিবারণ করা যায় না
তাদের প্রতি মাঝে মাঝে বিনয়ী হও।
দেখো ওই গুচ্ছ মৌমাছি আগুনের তরে ফেলে আসে
শ্রান্ত কর্মের মধুবন
ফলে মানুষেরা পায় কিছু অমিয় সুধা
বধ করে নেয় আরও মৌমাছির জীবন।
এমন বাস্তুতান্ত্রিকতায় তোমার সময়গুলা খেয়ে ফেলবে আরেকটা সময়
এভাবেই টিকে থাকে সময়ের বাহাস
আমরা যাকে বলি ব্রহ্মাণ্ডের অধিশ্বর
এমন টিকে থাকায় শুধু মৃত্যুরই জয় হয়
তবু কেউ একজন টিকে থাকে আমাদের অধিবিদ্যায়
তাহলে কাকে দুর্জন বলে যাবে তুমি
সময় এক নিষ্ঠুর করাত
আমরা পড়ে গেছি তার ভেতর পরিস্থিতির দোটানায়।

Post a Comment

Previous Post Next Post