বুক রিভিউ - বইর নাম- নেক্রপলিস- কবি- মাহফুজ

 



কথা হোক বই নিয়ে -২০২২ (গ)


'নেক্রপলিস'- একটি ২৭ সিঁড়ি বৈশিষ্ট্য ধারাবাহিক গদ্য কবিতার জীবনবহতা নিঃশ্বাস। বইটির নামকরণ নিয়ে বিশদ টানা হেঁচড়া করবো না। নাম ক্যাবলই সংকেত, সংকেত ক্যাবলই ঘুরে তাকানোর জন্য ফিরে তাকানোর জন্য; অতএব আমার অধিকার নেই মানুষের অধিকার, ব্যাধিকার, ভোগাকার, শোকাগার, মুগ্ধাকার ইত্যাদি ইত্যাদি কারকার সমূহকে থামিয়ে দেবার। বইটির কবি 'মাহফুজ'। কবি মাহফুজ-এর সাথে আমার কোন কথাচেনা, মুখচেনাচেনি নেই। বইটির কবিকে আমার কোনদিন দেখার ইচ্ছাও নেই, যেহেতু সৃষ্টির স্রষ্টাকে দেখা যায় না বলেই সে ধ্যানভাত!

আসল কথায় আসি নকল জীবন নিয়ে। আমি বেশি পছন্দ করি দর্শন নির্ভর কবিতা এবঙ একটা নির্দিষ্ট গতি সম্পন্ন কবিতার সৃজনশীলি মাইলফলক যাদের কবিতায় পাই সেসব বই আমার অনাবাদি আত্মীয়! ধারাবাহিক কবিতা তেমন টানে না বা পড়ি না বল্লেই চলে।সেখানে এ কবিতার বইটি কয়েকবার খুলে দেখেছি, পড়িনি। ভেবেছি এটাও তেমনই গতানুগতিক উপন্যাসিক সেনটেন্স টানা বাট কিছু কথার জন্য কিছু কৌশলের এবঙ বাক্য প্রয়োগের সাধুতার জন্য তা ক্রমশ কবিতা হয়ে উঠছে। পরে একবার ভাবলাম, বইটি পড়ে দেখি, আমার ধারণার চোখ কানাও হতে পারে। অতঃপর ঠিক তাই। কবিতা যতোই পড়ছি ততোই বুঝতে পারছি কবি কি সাংঘাতিক সুন্দরভাবে খেলে গেছেন প্রায় গল্প কিন্তু পুরোটাই কবিতার খেলা! এ কবিতার বইটিতে শব্দের কোন ভাঙন, বাক্যের জটিল/গভীর বিন্যাস, উপমার মেটাফরিক ধ্যান কোনটাই নতুন করে পাইনি।কিন্তু তবুও এটার মধ্যে যা পেয়েছি তা ওসব না পাওয়ার আকাঙ্খা পূরণ করে দিয়েছে৷ একটা কবিতাও যে পুরো মানুষ জীবনের, সমাজ রূঢ় ব্যবস্থার, রাষ্ট্রের অনাকাঙ্খিত দৃষ্টতার, সিক্রেট বিদ্রোহি পরায়ন, দাসত্বরথির 'ইউটার্ণ উপযুক্ত' স্ক্রিপ্ট হতে পারে তা এই বইটি না পড়লে বুঝতে পারতাম না। সহজ সাবলীলভাবেও যে সাহিত্যে সোনার খনি দান করা যায় তার কারিশমা এই 'নেক্রপলিস'। কবি'র নিজেকে নিয়েই কথাটি ধরা যাক -'হাজারে একজন কবি হয় বাকি নয়'শো নিরানব্বইজনের অভিশাপে।' কবিসত্তাকে কতোটা ভেতরে লালন করলে এমন একটা আরশচুম্বি উক্তি নাযিল হয় মগজে তা কেবল যে কবি, কবি না হতে হতে কবি'ই হয়ে উঠেন সে বুঝবেন। আরেকটি এমন ভয়ঙ্কর সুন্দর বাক্য -' মানুষের মগজ মাথায় থাকে না, থাকে তারচে' অধিক ক্ষমতাবানদের পায়ের তলায়।'

আসি কিছু কবিতার বাক্য নিয়ে।
(১) 'ভালোবাসাময় কামড় ঘৃণাযুক্ত চুমু অপেক্ষা অধিক স্বাস্থ্যকর।'
(২) 'চুমু একটি সাদা হাতি যা মরলেও লাখ টাকা- বাঁচলেও লাখ টাকা।'
(৩) 'খ্রিস্টান বললো- 'কফিনের কাঠ বেশ্যার জন্য নয়।' দেখুন ঈশ্বর দেখুন, তবুও একটি বেশ্যাকে কোলে নিয়ে- একজন মানুষ দৌঁড়াচ্ছে।'
(৪) তুমি বেঁচে আছো আর আমি বেঁচে গেছি...। বেঁচে থাকা মানেই মৃত্যু; মৃত্যু মানেই বেঁচে যাওয়া!'
(৫) 'মৃত মানুষ অক্ষম; অক্ষম মানুষদের ভালোবাসাটা পাপ।'
(৬) কবি'রা দারিদ্রসীমার নিচে বসবাস করেন, কবি'রা চরিত্রসীমার নিচে বসবাস করেন। ...কবি'রা নেশাগ্রস্থ এবঙ স্বল্প মাত্রায় চরিত্রের অধিকারী!'
(৭) দিনে দিনে মদের বোতল হয়ে যাচ্ছিস, তোকে দেখলেই মাইরি ভেতরে নেশা চলে আসে।
(৮) একটি মিথ্যা চারবার বললে তা সত্যের মা হয়ে যায়।
(৯) আমি তোমাকে ভালোবাসিনি' বরং 'আমি তোমাকেই ভালোবেসেছি'।
(১০) তুমি আর স্বপ্নে আসবে না এই ভেবে আমি আর ঘুমুতে পারি না, ঠিক যেমন আমি ঘুমোতে পারবো না ভেবে তুমি আর স্বপ্ন দেখো না।
(১১) প্রেম শেষ কথা নয়, বিয়ে শেষ কথা নয়, বিয়ের পরেও পরকিয়া বলে কিছু একটা তো আছে!
(১২) মানুষ হলো সস্তা কাগজের তৈরী মূল্যবান টাকার মতো; যার হাতে যায়, তার কথা বলে।
(১৩) বৃষ্টির দিনে লাশ দাফন করা কঠিন, লাশ পোড়ানোও বেশ কষ্টসাধ্য! আমি বৃষ্টিকে ভালোবাসতে পারিনি তাই।
(১৪) অপেক্ষার অর্ধেক যন্ত্রণা থাকে মৃত্যুতে এবঙ মৃত্যুর দ্বিগুণ যন্ত্রণা থাকে অপেক্ষাতে!
(১৫) স্বয়ং ঈশ্বরও চুরিবিদ্যার সাথে জড়িত এবঙ সিঁদকাটা চোরের মতো রাতের আোধারে চুরি করে তোমার সিঁথির সিঁদুর!
(১৬) আমাদের জীবন মূলত একটি নারকেলের মতো যাকে ভাঙলে আপনি পাপ এবঙ পুণ্য পাবেন।
(১৭) আমার স্ত্রী নির্দোষ, জিহ্বা কেটেছে প্রেমরোগ!

এরকম আরো বেশ কিছু মুগ্ধকর বাক্য বইটির ভেতর দিয়ে স্রোতের মতো বয়ে গ্যাছে। আমি তো মানুষ-নদী, নদীর মতো একাধারে নয় থেমে থেমে স্রোত বইতে হয়!
বইটি সম্পর্কে ভালো বললে বলবো, বইটি একটা মানুষ জীবনের বোধ ও ব্যাধীবহুল সাইরেন ন্যায় সমাহার, যদি বলি খারাপ করে তাহলে বলবো- বইটি ভালো লিখেছে মাত্র! তবে কবি বইটিতে আমার দৃষ্টিতে একটু বেশিই স্টোরিজম টেনেছেন কবিতায়, যা না করলেও পারতো, তেমন বড়ছোট-ছোটবড় পাপ হতো না যে পাপ কবিতায় হয় অ-কবিতা পাপ! অতিরিক্ত গল্পমন্ত্র রস দানটা আমার ভালো লাগেনি। মাঝেমাঝে বিরক্ত হয়েছি। কিন্তু মোটকথা বিরক্তরও যে মুগ্ধতা থাকে, থাকে অমীমাংসিত মধুঘোর তা পেয়েছি মাইরি।

বইটি প্রথম প্রকাশ হয়েছিল ২০১৯ বই মেলায় উৎসব প্রকাশন কর্তৃক। ১ম ও ২য় মুদ্রণ ২০১৯ এই শেষ হয়ে যায়।পরে দীর্ঘ বিরতি...। এবার ২০২২ এ বইটির তৃতীয় মুদ্রণ করেছে 'উৎসব প্রকাশন'। বইটি মেলায় পাওয়া যাচ্ছে ৩২২-৩২৩ নং স্টলে। ২৫% মূল্য ছাড়ে বইটির মূল্য ১৫০৳।

বইটির প্রচ্ছদ করেছেন - ইবনে শামস।

বইটির জন্মকবর হোক মহাকলে।

আলো-কালো আলোচনা এ পর্যন্তই। জগত হোক সাহিত্যনীতির।

____সাগর ইসলাম

Post a Comment

Previous Post Next Post