বুক রিভিউ- বইর নাম- দেশ প্রেমিকের গান- কবি- বকুল আহমেদ










 কথা হোক বই নিয়ে: (ঘ-২০২২)

সাধারণ "দেশ প্রেমিকের গান" নামটির মধ্যেই কেমন ভণিতাবিহিন প্রেম বিরাজ করে এবঙকি বইটি পড়েও বুঝলাম মূলত বইটি ভণিতাবিহিন কবিতার মলাটবিদ্ধ হিজরত-ডেমোক্রেটিক টিউরিজম।
একটা কবিতা বইর পাওয়ার পয়েন্ট অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। কিন্তু যখন একটা বইতে আবেগের সেঁচ বাদে প্রয়োজনের সেঁচ বিদ্রোহের টানেল সাধারণ মানুষের (প্রকৃতপক্ষে সব মানুষই সাধারণ) আত্মচিৎকারের জবানবন্দী ছেঁপে উঠে কিংবা এঁকে উঠে পরবাস্তব সব কবিতায় তখন তাকে প্রেমের নয় কর্পোরেট নয় সরকারি নয় বলে দরকারি কবিতা। কবি বকুল আহমেদ রচিত মৌলিক কাব্যগ্রন্থ "দেশপ্রেমিকের গান" বইটিও ঠিক সেরকমই একটা উর্বর দৃষ্টান্ত সিনথেটিক কবিতানামা। যখন পুরো রাষ্ট্র, সভ্যতা,পৃথিবী নষ্টদের দখলে চলে যায় তখন কেউ একজন বকুল হয়ে ঢুকে যায় সমাজ ও রাষ্ট্রতন্ত্রের আদর্শের বুলেট হয়ে অধিকারের অক্ষরবৃত্ত বন্দুকে! ৩৮ সংখ্যাবৈশিষ্ট এই কবিতার বইখানার একেকটা কবিতা একেকটা অন্যায় বিরুদ্ধে ও অধিকারের নীতিতে বিশুদ্ধ বারুদ বিস্ফোরণ করে গ্যাছে ক্রমাগত। আমি মুগ্ধ এই চালতানাভির কবিতাবাজার থেকে এমন একটি শৈল্পিয় সৈনিক/যোদ্ধার আগমত পড়াদেখায় পড়ে-দেখে!
আসুন নিচে কিছু শব্দবুলেটের নামতা আওড়াই__
• যাদের টাকায় পোদ্দারি করো হে রাষ্ট্র,মনে রেখো সেইসব মানুষের কষ্ট।
• মানুষের বিকল্প মানুষ, অযথা গুলি খরচের আর প্রয়োজন নেই, হেঁ মহামান্য; সব মানুষ মরে গেছে -যে যেখানে ছিলো!
• দমন কমিশনকে বলি- যা কিছু ঢুকে গ্যাছে ঐ হা'য়ের মধ্যে তা বের করতে পারলেই চকটক করবে এ দেশ;
• সেনাপতি উড়তে থাকলে মন্ত্রী মশাইয়ের পাজামা ঢিলা হয়ে গেলো, আর আমরা সে দৃশ্য ঘর থেকেই দেখতে পেলাম।
• সূঁচের পাত্তা নেই, ঢুকে পড়ে ফাল, তিনি বিরাট কিছু ছিঁড়তে পারেন বাল!
• মিথ্যার চাদরে লেগে গেলে সত্যের পৌষ, দিগন্তে উঁকি দেয় সর্বনাশের সূর্য।
• কতোটা ছোট হলে হাত ভুলে যায় পকেট, হয়ে যায় বড়লোক রাতারাতি সবাই!
•..... অথচ বাদুরের মতো ঝুলে আছে মানবতা
•নদীমাতৃক হৃদয়- শকুনের মতো প্রার্থনা করে ক্লিন শেভের '৭১- এর মিথ্যুক ; এখন সৈনিক চেনা ভার, এখন মিথ্যুক চেনা ভার৷
....এরকম বহুবিধ সরল শব্দগুলিতে লুটপাত করে দিয়েছে কবি এই নিকৃষ্ট রাষ্ট্রাবলীর পৈশাচিক কারবার! বইটির কবিতায় প্রজন্মের কোন শব্দ ও বাক্যের উত্তরীয় সৃজনশীলতা নেই। মূলত কবি কবিতার স্কেল নিয়ে খেলেনি, খেলেছে মানবাধিকার এর দাবানল নিয়ে। আগুনপুকুরে নামলে আগুনের ঢেউ আঁকতে নেই আঁকতে হয় জলের বিস্তৃতি! এখানেও যেন তাই।
তবে কিছু কিছু কবিতা পড়তে গিয়ে মনে হয়েছি কবি এখানে আরো উত্তেজিত বিদ্রোহী হতে পারতো, হয়তো নিজেও একটা সমাজতান্ত্রিক পন্য হওযার কারণে উঠে আসতে পারেনি পুরোটা বেঁচে যাবার দায়বদ্ধতায়! তবুও যতোটা যুদ্ধ তিনি কবিতার মধ্য দিয়ে করেছেন তা অবশ্যই এই প্রজন্মকে সাহসী আদর্শ সৈনিক হিসেবে গড়ে তুলতে অনুপ্রেরণার রক্ত সাপ্লাই দেবে -বোধ চিকিৎসালয়ে।
বইটি প্রকাশ হয়েছে অমর একুশে বই মেলা ২০২২ এ ঘাসফুল প্রকাশনা থেকে। প্রচ্ছদ করেছেন শামীম আরেফিন যা একটি প্রসংশনীয় কাজ। বইটির মলাট মূল্য ১৪০৳৷
প্রজন্মের এই সময়ে মানুষের মানুষ হওয়াটাই প্রধাণ অভাব।এই অভাব পতনের জন্য অবশ্যই বইটি দাবী রাখবে সহস্রবছর, আশারাখি।
আজ এ পর্যন্তই।
সাদাকালো আলোচনায় - সাগর ইসলাম।

Post a Comment

Previous Post Next Post