সম্মানীত লেখক / কবি / সাহিত্যিক ও প্রবন্ধকার...
বই প্রকাশ ও লেখালেখি ব্যাপারে সৈয়দ শামসুল হক স্যারের বিখ্যাত একটি প্রবন্ধের বই আছে ৷ বইটির নাম মার্জিনে মন্তব্য । বইটিতে কিভাবে কবিতা গল্প লিখতে হয়, কিভাবে গল্প সাজাতে হয় সেইসব বিষয়ের উপরে মূল্যবান মূল্যবান অসংখ্য দিক নির্দেশনা দিয়েছেন । তার মধ্যে একটি বাক্য আছে এমন, আপনার লেখা কবিতা/গল্পটি যদি দশ জনকে পড়ানোর মত হয় তাহলে বই আকারে প্রকাশ করুন ।সৈয়দ শামসুল স্যারের এই কথাগুলো কতটা যোক্তিক? আপনার কাছেও কি যোক্তিক মনে হয় ? আমাদেরকে যদি প্রশ্ন করেন তাহলে আমাদের উত্তর হবে, হ্যাঁ, যোক্তিক । কারণ সফল হতে হলে আপনার মেধা ঘরে বন্দি করে রাখলে হবে না । লেখালেখি নিঃসন্দেহ আপনার প্রকৃত মেধা বহন করে । সেজন্য বলছি আপনার পান্ডুলিপিটি পাঠককে পড়তে দিন । আর একটি বিষয় খেয়াল করবেন, সফলতা খালি হাতে আসে না । সফলতার সাথে বয়ে আনে অর্থ, সম্মান ও অসীম ভালবাসা ।এছাড়া আপনার বইটি বেশ কিছু মানুষ অবশ্যই পড়বে।পড়া শেষে যদি একটি মানুষ পরিবর্তন হয় তবে সেই পরিবর্তণের কারণটি কেবল আপনিই । এছাড়া রয়েছে মনের আত্মতৃপ্তি ও অসীম ভাললাগা ।আমরা জানি, পরিচিত, অপরিচিত অনেক মানুষই আছেন যারা একশো দু’শো কবিতা লিখেছেন, ছোট গল্প / উপন্যাস ও প্রবন্ধ লিখে ফেলে রেখেছেন দিয়েছেন । ভরসাহীনতা ও বিশ্বাসের সংকটের কারণে নিজের পান্ডুলিপির বয়স ক্রমশই বাড়তে দিচ্ছেন, তাদেরকে বলছি,সেই ভরসা ও বিশ্বাস নিয়ে আপনার দরজায় নক করতে এসেছি । নিজের লেখা গল্প, উপন্যাস, কবিতা আপনার পছন্দের প্রকাশনায় দিন । আর যদি আমাদের দেন তাহলে আমরা এইটুকুন কথা দিতে পারি আমরা অতি যত্মসহকারে আপনার পান্ডুলিপিটি বই আকারে বাজারজাতকরণ করতে চাই। বইমেলা অথবা আপনার সময় সীমার মধ্যে আপনার হাতে তুলে দেয়ার প্রতিশ্রুতি দিতে চাই ।
মূলত আমাদের উদ্দেশ্য কেবল কথার ফুলঝুঁড়িতে নয়, আমরা কাজ করে বিশ্বাস অর্জন করতে চাই ।এছাড়া অনেকেই তাদের পাণ্ডলিপি নিশ্চিতকরণে তথা লেখার মান নিয়ে অনেক দ্বিধাগ্রস্থ হয়ে থাকেন । ভাবেন যে পাণ্ডুলিপির মানটা আরো যথাযথ সৃজনশীল, মানউপযুক্ত করা দরকার, আরও সময় দেয়া দরকার পাণ্ডুলিপির পিছনে, এরকম ভাবতে ভাবতে দেখা যায় বছরের পর বছর নাই হয়ে যায় জীবন থেকে, পাণ্ডুলিপিটা পড়ে থাকে টেবিলে বা কম্পিউটার, ল্যাপটপের কোনো ওয়ার্ড ফাইলে পুরনো রূপ নিয়েই ।পরবর্তীতে দেখা যায় নিজের লেখাকে সমৃদ্ধ করতে গিয়ে আরো ভারসাম্যহীন হয়ে পড়েন নিজের সৃষ্টিতে । বই করার প্রতি ধিরে ধিরে আগ্রহ শক্তি কমে আসে ৷ তাই বলি একটা পাণ্ডুলিপির যদি ৮০%/ ৮৫% নির্ভরশক্তি পান বই করার বিষয় নিয়ে তাহলে সেখানে দ্বিধাগ্রস্থ না হয়ে বই ছাপানোর পরামর্শ থাকল। বই প্রকাশ করার মধ্য দিয়েও নিজের সৃষ্টির মাপ করা যায় পাঠক / সাহিত্যিকদের আলোচনা/সমালোচনার মধ্য দিয়ে । যা আপনাকে আপনার পরবর্তী বইয়ের কাজের জন্য বিরাট অভিজ্ঞতা দান করে থাকবে। মনে রাখা উচিত - অতিরিক্ত সময় অপচয় পবিত্র কাজেও বেমানান যেহেতু জীবন নানামুখী এবং স্থানভেদি !
কেবল একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হল আপনার লেখা পান্ডুলিপি আমরা করব এই কথাটা ঠিক । তবে অবশ্যই আপনার রিকোয়েরমেন্ট অনুযায়ী ১০০% কাজের নিশ্চয়তা দিতে পারি। একটু উনিশ কি বিশ হতে পারে ।আর আমাদের এই কথাটি বিশ্বাসযোগ্য করতে আমরা আপনার সাথে একটি।চুক্তিপত্র সিগনেচারের মাধ্যমে করতে চাই ।চুক্তিপত্রে লেখা থাকবে কোন কোন খাতে কত টাকা খরচ হবে। আপনার চাওয়া কি এছাড়া থাকছে আপনার বইয়ের যথাযথ প্রচারণা ও বই বিক্রি থেকে প্রাপ্য সম্মাননা । চুক্তিপত্রে বিস্তারিত কিছু থাকবে ।এই ব্যাপারে নিশ্চিত থাকবেন ।
সকলের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা রেখে আজকের মত শেষ করছি। সবশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার মূল্যবান সময় থেকে আমাদের পোস্টটি পড়ার জন্য । পরিবার ও প্রিয়জন নিয়ে ভাল থাকবেন।
বিঃদ্র-আমরা কেবল নগদ অর্থায়ন পরিশোধের মাধ্যমেকাজ করবো এই অঙ্গিকারনামায় উক্ত বিজ্ঞাপনটি প্রযোজ্য।
ধন্যবাদন্তেঃ
সাগর ইসলাম
প্রকাশক
হরকরা প্রকাশন
০১ ভিক্টোরিয়া রোড-টাঙ্গাইল সদর।
01929-986970/ 01301-012096
horkora111@gmail.com