নন্দিত স্পর্শ- অনীক রহমান বুলবুল //ছড়াগ্রন্থ


                               

নন্দিত স্পর্শ- অনীক রহমান বুলবুল 

ঝিঁঝিঁ পোকার সাইরেনের মতো আমাদের বিবেক‌ও বেজে ওঠে অসুস্থ বালিশঘুমে। কিন্তু তার পূর্বে আমরা সবাই আত্নকেন্দ্রিক তোয়াল।সমাজ যে বিলম্বিত অভাব এন্ট্রি টুকে যাচ্ছে, মিনিটকাটার বংশীবাদক হয়ে তা স্মৃতিস্তর করে রাখেনা আমাদের স্বভাব মগজ! কেননা আমাদের রক্তের চারপাশে লোভের ঘের - লোভঘেরে ঢেউ আঁকে ভদ্রকৌশল!

রোদ দুপুরে হিমশীতল ভবনে তৈরি হয় লেবাস, সেগুলো হাত পকেটে নিয়ে ঘোরে রাজনৈতিক মেকারগণ। আমি আমার প্রেমিকার বুক ছাড়া আর কোথাও - ই বা সেঁটে দেই আমার বাক স্বাধীনতার স্বচ্ছ আর্ট।
কবিতার এলোভেরার খোঁজ নিয়ে দেখি তার ভোগরসে বিভোর আছে এ প্রজন্মের হাজারো শব্দকুমিরেরা, সেখানে আমি কেমন করে ধ্যান গড়ি এক পায়া বয়সে।তাই ছন্দের মোম জ্বেলে হাঁটছি এই অন্ধ পৃথিবীর ছোট্ট এক ভৌগলিক কক্ষে।দেখি কতদূর গড়ায় ছন্দালো সলতের আয়ুপথ। অন্তত কেউ দেখুক আমাদের নন্দিত স্পর্শের সামষ্টিক বোধ, অসাম্প্রদায়িক বাজারের মাছির গান, সব ফুরিয়ে গেলে কেউ হয়তো ফিরবে মায়ার পেটে - নাকে লেগে থাকা আতরচুমুর মতো!
- অনীক রহমান বুলবুল
বই ক্যাটাগরি:

 বইয়ের নাম:  নন্দিত স্পর্শ  

 বইয়ের ধরণ: ছড়াগ্রন্থ 

 ছড়াকার: অনীক রহমান বুলবুল 

 প্রথম প্রকাশকাল: আগস্ট ২০২২ 

 বইয়ের বিশদ: হার্ড কভার, ৫ ফর্মার বই

প্রচ্ছদ: সাগর ইসলাম

মূল্য: ২৫০ টাকা মাত্র

প্রকাশন: হরকরা প্রকাশন


 
ধন্যবাদান্তেঃ
সাগর ইসলাম
প্রকাশক
হরকরা প্রকাশন
০১ ভিক্টোরিয়া রোড-টাঙ্গাইল সদর।
01929-986970/ 01301-012096
horkora111@gmail.com

Post a Comment

Previous Post Next Post