চণ্ডিকা- ওয়েব ম্যাগাজিন - এ্যালেইনা হোসেন সম্পাদিত/ হরকরা প্রকাশন

 





চণ্ডিকা- ওয়েব ম্যাগাজিন 

মা আসছেন। দূর্গা মা। মায়ের আরেক নামই চণ্ডিকা। হাজারো ভক্ত পূজারী মাকে পূজা অর্পণ করবেন এবং শেষদিন হবে বিসর্জন। এদিকে আমরা যারা কাব্যপূজারী, সাহিত্যের সাধনা করে চলি ভালোবেসে, তাদের সেই সত্য অর্চনা আমরা প্রদর্শণ করতে চাই, তার প্রসাদ গ্রহণ করতে চাই এবং সাহিত্যপূজারী পাঠকদের সাথে ভাগাভাগি করে উদযাপন করতে চাই। আর বিসর্জনের আগে দেবী যেই আশীর্বাদ পৃথিবীকে দিয়ে গেলেন, তার কিছু ভাগপ্রাপ্তি আমাদের সাহিত্যসাধকদের অক্ষর-প্রদীপে জ্বলবে, যার অপূর্ব অগ্নি সজ্জায়ন আমরা সেই দিনের পাশেই দেখবো, যে দিন নিজেও বিসর্জন-বেদনে নদী হয়ে যায়…সেই নদীর অপূর্ব আলোকায়নের প্রস্তুতি নিয়েই হাজির হলো চণ্ডিকা...
'চণ্ডিকা'- ওয়েব ম্যাগাজিনে লেখা প্রকাশের বিস্তারিত পড়ুন নিচে:
১ - চণ্ডিকা ওয়েব ম্যাগাজিন ১০ জন কবির কবিতা এবং ১০ জন গল্পকারের ছোটগল্প কিংবা অণুগল্প নিয়ে কাজ করবে। প্রত্যেক কবি তার নিজের সবচেয়ে পছন্দের প্রকাশিত অথবা অপ্রকাশিত প্রিয় ৫ টি কবিতা দিবেন এবং গল্পকার ৩টি করে ছোটগল্প বা অণুগল্প পাঠাবেন। আমরা প্রকাশিত বা অপ্রকাশিত এসবে জোর না দিয়ে কবির বা গল্পকারের নিজের লেখা সবচেয়ে ফেভারিট কবিতা ও গল্পগুলো দেখতে চাই। এতে করে লেখকের নিজের লেখা নিয়ে ভাবনা, লেখকসত্ত্বা ও আত্মলেখনীমূল্যায়ণ নিয়ে আমরা কিছুটা ধারণা পেতে চাই। এমন নয় যে আমাদের ধারণা করাকে প্রাধান্য দিতে হবে। আমরা মূলত কবি বা গল্পকারদের তাদের নিজের সবচেয়ে প্রিয় লেখাগুলো নিয়েই সাজাতে চাই বিসর্জন সংখ্যার আলোকসজ্জা। আর তাছাড়া ভালো গল্প বা কবিতা বারবার প্রকাশিত হতেই পারে
পাঠানো পাঁচটি কবিতা থেকে তিনটি কবিতা সিলেক্ট করা হবে এবং তিনটি ছোটগল্প বা অণুগল্প থেকে দুটো করে সিলেক্ট করা হবে। ম্যাগাজিনে ১০ জন কবির ও গল্পকারের যথাক্রমে তিনটি করে কবিতা এবং দুটো করে ছোটগল্প বা অণুগল্প পাবলিশড হবে। কবিতা ও গল্পের সাথে অবশ্যই লেখকের ছবি ও পরিচিতি দিতে হবে। (পরিচিতি -সাহিত্য কিংবা কবিত্ব নির্ভর বায়োডাটাও থাকতে পারে)
২- কবিতা বা গল্প পাঠাতে পারবেন ২ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ পর্যন্ত। আমরা পশ্চিমবঙ্গের কবি ও গল্পকার বন্ধুদেরকেও লেখা পাঠানোর জন্য আহবান জানাচ্ছি
৩- কবিতা বা গল্প পাঠাতে পারবেন যেভাবে–
(ক) প্রকাশনার ই-মেইলের মাধ্যমে- horkora111@gmail.com
(খ) সম্পাদিকাকে ইনবক্স করার মধ্য দিয়েও লেখা পাঠাতে পারবেন।
৪- চণ্ডিকা ওয়েব ম্যাগাজিনটি প্রকাশ করা হবে দুর্গাপূজার দশমির, প্রতিমা বিসর্জন অর্থাৎ দুর্গাপূজার শেষ দিন।
৫- চণ্ডিকা ওয়েব ম্যাগাজিনে যে ১০ জন কবির কবিতা এবং যে ১০জন গল্পকারের ছোটোগল্প/অণুগল্প থাকবে অর্থাৎ ১০ জন কবি+ ১০ জন গল্পকার = ২০ জন, এই ২০ জন কবি গল্পকার পাচ্ছেন, অমর একুশে বইমেলা ২০২৩ পর্যন্ত হরকরা প্রকাশনা থেকে যে কয়টি বই আসবে সেসব বইগুলো ৫০% ডিসকাউন্টে সংগ্রহ করার সুবর্ণ সুযোগ ( কুরিয়ার বা অনলাইন চার্জ ফ্রি)।

শুভেচ্ছান্তে:
সম্পাদিকা
হরকরা প্রকাশন

ধন্যবাদান্তে:
সাগর ইসলাম
প্রকাশক
০১ ভিক্টোরিা রোড, টাঙ্গাইল সদর,টাঙ্গাইল-১৯০০
যোগাযোগ:
ফোন: 019299-86970/01301-012096
ই-মেইল: horkora111@gmail.com
ওয়েবসাইট: https://horkoraprokashon.blogspot.com/

Post a Comment

Previous Post Next Post