নন্দিত স্পর্শ/ অনীক রহমান বুলবুল- /ছড়াগ্রন্থ/ ২৫% ডিসকাউন্ট- ২০০৳





আপনাদের দোয়ায় হরকরা প্রকাশনার প্রথম বই 'নন্দিত স্পর্শ' প্রকাশ হয়েছে ০৯/০৮/২০২২ এ। আশা রাখি আপনাদের দোয়া ও সাপোর্টে 'হরকরা' তার নিজস্ব গন্থব্যে পৌঁছে যাবে অল্প অল্প করে দ্রুত!

বই বিশদ:
নাম: নন্দিত স্পর্শ
ধরণ: ছড়াগ্রন্থ
ছড়াকার: অনীক রহমান বুলবুল
ফর্মা: ৫ (৮০ পৃষ্ঠা)
মুদ্রণ সংখ্যা: ৩০০
প্রচ্ছদ: সাগর ইসলাম
প্রকাশকাল: ০৯/০৮/২০২২
প্রকাশন: হরকরা প্রকাশন
মূল্য: ২০০ টাকা (২৫% ছাড়ে)
বইটি সংগ্রহ করতে প্রকাশনার আইডিতে ইনবক্স করুন অথবা সম্পাদক কিংবা প্রকাশককে ইনবক্স করতে পারেন। এছাড়া অনলাইন যোগে বইটি অতি দ্রুতই পাবেন rokomari.com- এ; পরবর্তীতে রকমারি লিংক দিয়ে দেয়া হবে।
যোগাযোগ: 01929986970
ই-মেইল- horkora111@gmail.com
//সাহিত্যের জগতে যুদ্ধ করতে করতে প্রকাশকের নিজস্ব শপথনামা আজ দেয়াই যায়//
ইশকের পথে হাঁটতে গিয়ে ভেদের গর্তে ভেঙেছে বুকের ড্যানা, খোঁড়া হয়েছে আমার সরল-মানসিকতার পা। বুঝেছি - গন্ধম ফলের বংশধর আমি, জীবন মানেই কচিকচি ভুল! মানুষ
এক লবণস্রোতের হাঙর, যার আয়োডিনশূন্য হত-দুয়ারী চোখ! আমি তো এর বেশি কোনো দুঃখনিকেতনে আনন্দফল ফলাতে পারিনি। ব্যর্থের বোতলে আমি যেনো এক টাটকা-তাজা জুশ!
আহা:
বজ্রপাতের কপাল
চিরমৌসুমী আকাল!
সফলতার পুকুরে রোদ্রপোনার মিছিল নামলে বুঝি-
রোদ্রপোনা ছায়া-মা হতে তোমার কর্মকার হতে হবে সাগর, খুলতে হবে বিপ্লবের মেধাবর জুয়েলার্স!
বোধ করি- সাহসের কোনো দ্বিতীয়পক্ষ নেই।
সাগর- সাহসকে তুমি একজন পবিত্র বেশ্যার খাঁজের সিনথেটিক উন্মুক্ততাও ভেবে নিতে পারো! ক্ষিধার রাজ্যে পোষাকের কোনো পুলিশি পাওয়ার নেই।
তুমি হর হর করে চলো কর কর করে করো
ধরো ধরো 'হরকরা' ধরো।
প্রকাশক- সাগর ইসলাম

Post a Comment

Previous Post Next Post