হাজেরা শম্পার কবিতা
পণ
এখন থেকে পাখির সনে
বলব মনের কথা
পলকা হাওয়ায় উড়িয়ে দেব
মনের যত ব্যথা।
এখন থেকে ফুলের সাথে
করব যত বন্ধুতা
মাখবো গায়ে পরাগ রেণু
ঘুচতে সকল বদ্ধতা।
এখন থেকে মেঘের মায়ায়
পাতব মনের মিতালি
আকাশ পানে করব সাধন
বৈরী সুরের গীতালি।
এখন থেকে নিজের কাছেই
ফিরব বেলাশেষে
সৃষ্টি সুখের যাপন মাঝে
রইব ভালোবেসে।
চৈতালি এই ভোরের বেলায়
হোক না এটাই পণ
কষ্টেরা সব যাক দূরেতে
উঠুক হেসে মন।
Tags
কবিতাগ্রন্থ