ওজিয়াস মানিকের কবিতা
বৃষ্টির সনেট
মেঘের আর কোনো দায়িত্ব নেই, বৃষ্টিতে ভিজানো ছাড়া
নদীর স্রোত ছাড়া পথ নেই স্থির থাকা
আমার পথ শূন্য আকাশ, কখনো বৃষ্টিতে ভিজে না, যদিও বৃষ্টি ঝরছে পূর্বপুরুষদের বাদ্যযন্ত্রের মতো!
এমন বাকতন্ত্রহীন বৃষ্টির দিনে-
তুমি আমার কাছে ভালোবাসা ছাড়া শুধু দোয়া চেয়েছিলে; আর আমি তোমার একমাত্র শায়েখ
বৃষ্টিতে ভিজে দোয়া করে দিলাম;
'অজানা প্রশ্নোত্তরে তুমি যেন
লিখতে পারো সঠিক পথ!'
পথে আজও ভয় জমে আছে মেঘের মতোন
বক্ষ জোড়ে ধাক্কা দেয় সংবিধান;
যত দূর চোখ দেখেছে বৃষ্টির আইন
আমার কবিতায় বলে দিয়েছি দোয়ার শেষ লাইন;
তুমি বৃষ্টির মতো সহজ হও
সমুদ্রের পথে তুমি নদীর মতো থাকো!
Tags
কবিতাগ্রন্থ