অনীক রহমান বুলবুলের কবিতা
নিঃসঙ্গ কুয়াশার ট্রামে এক কবি
আমি এক স্বার্থপর
তবুও পতাকা নই!
পাপোষে ধুলো মোছা যায়- যন্ত্রণাটুক কেন নয়?
এতোকিছুর পরেও কেন যে
দুপুরের আলো আঁধারের জলে
প্রজাপতির স্নানে বিভোর হই !
বিদায়ী অর্ধ কন্ঠস্বরে একটা ঘুঘুর পাল তাড়িয়ে
শঙ্খচূড়ের ঘ্রাণের সাথে দলবেঁধে মিশে যাই হট্টগোলে।
কাকে যেন সাজিয়ে রাখি আলমারির অচেনা গোপন নম্বরে-
সন্ধ্যাতারা আর কলমিলতার মতো অসম্ভব এক অগোছালো অপরিচিত রাতে।
তবুও আমার সমস্ত না পড়া চিঠি আলাদা হয়ে যায় অপেক্ষার নির্জিব খামে।
কবিতার স্বচ্ছ দেহে বিশ্বাস বাড়ে লিলেন চুলের-
এই নিঃসঙ্গ কুয়াশার ট্রামে শূন্যপলক চোখে
পিষে ফেলে আপাদমস্তক এক কবির হৃদয়।
Tags
কবিতাগ্রন্থ