অনীক রহমান বুলবুলের কবিতা

অনীক রহমান বুলবুলের কবিতা








নিঃসঙ্গ কুয়াশার ট্রামে এক কবি


আমি এক স্বার্থপর
তবুও পতাকা ন‌ই!
নিজস্বতায় উড়ে চলি;
পাপোষে ধুলো মোছা যায়- যন্ত্রণাটুক কেন নয়?
এতোকিছুর পরেও কেন যে‌
দুপুরের আলো আঁধারের জলে
প্রজাপতির স্নানে বিভোর হ‌ই !
বিদায়ী অর্ধ কন্ঠস্বরে একটা ঘুঘুর পাল তাড়িয়ে
শ‌ঙ্খচূড়ের ঘ্রাণের সাথে দলবেঁধে মিশে যা‌ই হট্টগোলে।




কাকে যেন‌ সাজিয়ে রাখি আলমারির অচেনা গোপন নম্বরে-
সন্ধ্যাতারা আর কলমিলতার মতো অসম্ভব‌ এক অগোছালো অপরিচিত রাতে।
তবুও আমার সমস্ত না পড়া চিঠি আলাদা হয়ে যায় অপেক্ষার নির্জিব খামে।
কবিতার স্বচ্ছ দেহে বিশ্বাস বাড়ে লিলেন চুলের-
এই নিঃসঙ্গ কুয়াশার ট্রামে শূন্যপলক চোখে
পিষে ফেলে আপাদমস্তক এক কবির হৃদয়।




তবুও কিছু কথা থেকে যাবে


মৃতজোছনায়‌ পুড়ে পুড়ে ছাই হবো
ছাইভস্ম পাখির ঠোঁটে ঠোঁটে ছড়িয়ে যাবে‌
প্রশান্তসাগরের নীলজলে, প্রশান্তির জন্য।
সলিল সমাধিতে পরিসমাপ্তি ব্যর্থ জীবনের।
তবুও কিছু কথা থেকে যাবে
নদীর বুকে ,ভোরের শিশিরে, বাদল দিনের প্রথম কদম ফুলের কাছে
গুনগুনিয়ে ভ্রমরের কানে কানে।

Post a Comment

Previous Post Next Post