কাজী শোয়েব শাবাবের কবিতা
বাং লা দে শ
এক অরক্ষিত ভূখণ্ডে দাঁড়িয়ে আছি
দাঁড়িয়ে আছি এক অভিভাবকহীন দেশে
আগুনে আগুনে অগ্নিকুণ্ড
ভাঙতে ভাঙতে ধ্বংসস্তূপ
মানুষের মৃত্যু বেড়ে গেছে সংখ্যায়
রক্তশিমুল ফোটা বুলেটবিদ্ধ দেহ
একেকটা রাত বড় নির্ঘুম রাত
মৃত্যুর চেয়ে অধিক অনিরাপদ
দুরু দুরু ভয়
কী জানি কখন কী হয়, কী হয়!
যে যার মতো একা
ব্যক্তিগত মৃত্যুমুহূর্তের মতো একা, অসহায়
পালিয়ে কোথায় আর কতদূর যাওয়া যায়?
মৃতদের রাজা ঘোরে জীবিতদের শহরে
ধমক-ধামক আর স্বৈরতন্ত্র
পোড়োভূমি, প্রেতভূমি, কঙ্কালতন্ত্র
হায় বাংলাদেশ!
রক্তাক্ত স্বদেশ!
Tags
কবিতাগ্রন্থ