মোহসীন হাসান মুন্নার কবিতা
কোটার মৃত্যু
কলঙ্কের কাল রাত্রি শেষে
উদয় হবে নতুন ভোর,
রক্তের ঘ্রাণে সিক্ত বাতাস
বুকে নিয়ে বিজয়ের আঁচড়।
অধিকার চাইলেই ধুকপুকানি
অঘোষিত ভাবে রাজাকার,
একবার পেরেছি দিতে রক্ত
প্রয়োজনে দিবো হাজারবার ।
নিজের অধিকার চাইলেই পাবো
নেমে পরি কেনো আন্দোলনে,
আঠারো কোটি হলো রাজাকার
বাকি দুই লক্ষের আস্ফালনে?
কোটা ভোগীদের বংশধরেরা
এতই যদি মেধাবী হয়,
লড়াই চলুক মেধায় মেধায়
কোটা পতনে কিসের ভয় ?
কোটা'য় পেয়ে চাকরি তারা
সেজে থাকে বড় আমলা,
চাষির ছেলে চাষিই হবে
কামলার ছেলে কামলা।
বলতে গেলে উচিৎ কথা
চাইলে গেলেই অধিকার,
লেলিয়ে দেয় পোষ্য কুকুর
দেশটা যেন বাপ দাদার।
কাটা দিয়ে যেন তুলছে কাটা
মাছের তেলে ভাজছে মাছ,
অভাগার রক্তে ভাসছে একাত্তর
অভাগার রক্তেই ভাসলো আজ।
স্বাধীনতার পঞ্চাশের পরেও
স্বাধীনতার স্বাদটা নাই,
স্বাধীনের আগেও বৈষম্য
স্বাধীনতার পরেও হচ্ছে তাই।
আমাদের আর মারবেন না
আমরা অন্য দেশের না,
এই আচরণ মায়ের হয়না
এর চেয়েও ভালো সৎমা।
বাংলা আমার আমি বাঙ্গালী
বাঙ্গালিরা আমার ভাই,
আমার দেশে আমার অধিকার
কেড়ে নেওয়ার কেউ নাই।
জেগে উঠো হে ঘুমন্ত বিবেক
মারছে কাকে পশুর মত
এভাবে আর কত পরাজয়
আর কত করবে মাথানত ।
তিমির রাত্রি উত্তাল ঢেউ
পথ ছাড়বোনা আর,
সত্যের হোক ঝলমলে জয়
পতন হোক স্বৈরাচার।
Tags
কবিতাগ্রন্থ