জে এন নিয়াজের কবিতা
মৌমাছি চক্র
ঠিক নাকি ভুল বলে ওঠো, দীর্ঘ সময়।
বুলেট সত্য বলে না, যেমনি বলেনা নোনা প্রসারিত বোধ।
বলনাচের আসরে সন্ধ্যার সতীত্ব নিয়ে প্রশ্ন ওঠেনি --
ফোটেনি নিরপেক্ষ ফুল, রক্তগত কিশোর ক্রমশ।
কমে গেছে আশু দ্রোহের আয়ু লোমশ জড়তায়।
প্রিয় প্রগড়তা আমি অধুনা নিষিদ্ধ সাহস কিংবা স্পর্ধা,
ভেড়া হয়ে গেছি সময়ের সবচেয়ে জনপ্রিয় পালে।
আমি জানি,
আদিম অসহায়ত্ব তোমার স্তনের মতো,
কেড়ে নিবে হৃদয়ের সবচেয়ে ভেতরের শালিকের গান।
Tags
কবিতাগ্রন্থ
